spot_img

আয়ারল্যান্ডে বন্ধ হলো অক্সফোর্ডের টিকা প্রয়োগ

অবশ্যই পরুন

রক্ত জমাট বাঁধার অভিযোগে ইউরোপীয় ইউনিয়নভুক্ত বেশ কয়েকটি দেশে গেল সপ্তাহে অক্সফোর্ড/অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসের টিকা প্রয়োগ বন্ধ হয়েছে। এবার একই পথে হাঁটলো আয়ারল্যান্ডও। রোববার (১৪ মার্চ) রক্ত জমাট বাঁধার ভয়ে দেশটিতে অক্সফোর্ডের তৈরি টিকা প্রয়োগ বন্ধ করে দেওয়া হয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

মূলত নরওয়েজিয়ান মেডিসিন এজেন্সি ও হেলথ প্রডাক্ট রেগুলেটরি অথোরিটির সঙ্গে এ বিষয়ে শনিবার এক জরুরি আলোচনায় বসে আয়ারল্যান্ড। ওই আলোচনা শেষেই অক্সফোর্ডের টিকা প্রয়োগ বন্ধের সিদ্ধান্ত নেয় দেশটির সরকার।

এ বিষয়ে আয়ারল্যান্ডের স্বাস্থ্য বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, জাতীয় ইমিউনিশন উপদেষ্টা কমিটির সুপারিশক্রমে রোববার সকাল থেকে অক্সফোর্ডের তৈরি টিকা প্রয়োগ সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রক্ত জমাট বাঁধার ক্ষেত্রে নরওয়েজিয়ান মেডিসিন এজেন্সির প্রতিবেদন অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইরিশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই স্থগিতাদেশ সাময়িক। আরো বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা ও তথ্যের ওপর ভিত্তি করে এ বিষয়ে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিবে।

এর আগে গেল বৃহস্পতিবার ডেনমার্ক ও নরওয়ে অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ বন্ধ করে। তাদের পর পরই এই টিকা প্রয়োগ বন্ধ করে ইতালি ও অস্ট্রিয়া।

সর্বশেষ সংবাদ

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়, কটাক্ষের শিকার রুক্মিণী

ওপার বাংলা ভারতের কলকাতা, অভিনেত্রী রুক্মিণী মৈত্র পর্দায় ফিরছেন বিনোদিনী হিসেবে। সেই ছবি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। আবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ