স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনার টিকা নিলেই আপনি সুরক্ষিত নন। টিকা নেওয়ার পরও কেউ শতভাগ নিশ্চয়তা দিতে পারবে না যে, আপনার করোনা হবে না। টিকা নিলেও করোনা হতে পারে। টিকা নেওয়ার অনেক পরে শরীরে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়।
তিনি বলেন, টিকা নিয়ে বেপরোয়া ঘোরাফেরা করা যাবে না। অনেকেই মনে করছেন, করোনা টিকার প্রথম ডোজ নিয়ে সুরক্ষিত, বিষয়টি এমন নয়। কয়েকদিন ধরে সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে। সংক্রমণের হার সোয়া ২% এ নেমেছিল। কিন্তু গত কয়েকদিনে সংক্রমণের হার ৬% এ দাঁড়িয়েছে। কাজেই করোনা থেকে রক্ষা পেতে হলে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
শনিবার (১৩ মার্চ) রাত পৌনে ১০টার দিকে মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত কর্নেল মালেক স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, উন্নত বিশ্বের দেশগুলো অর্থনৈতিকভাবে যেমন এগিয়ে তেমনি খেলাধুলায় এগিয়ে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমাদের দেশও যেমন অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে তেমনি খেলাধুলায় এগিয়ে যাচ্ছে। সারাদেশে খেলাধুলার অনেক উন্নয়ন হয়েছে। এর ধারাবাহিকতায় মানিকগঞ্জেও খেলাধুলার মানোন্নয়ন হয়েছে।
পৃথিবীতে করোনার আঘাত যেমন এসেছে তেমনি নিয়ন্ত্রণ হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা করোনা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। করোনা নিয়ন্ত্রণে আছে বলেই দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে, সামাজিক অবস্থাও ভালো। সাধারণ মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারছে। কিন্তুু কয়েকদিন ধরে সংক্রমণ বাড়ছে। কাজেই সবাইকে সচেতনভাবে চলাফেরা করতে হবে। মাস্ক ব্যবহার করতে হবে। টিকা নিলেও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। তবেই সবাই সুরক্ষিত থাকতে পারব।
জাহিদ মালেক, স্বাস্থ্যমন্ত্রী
জেলা প্রশাসক এসএম ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দীন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সহসভাপতি ও পৌর মেয়র মো. রমজান আলী, সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমীন আখন্দ।