বলিউড কুইন কঙ্গনা রনৌত এবার অভিযুক্ত হলেন কপিরাইট লঙ্ঘন ইস্যুতে। শুক্রবার (১২ মার্চ) ভারতের মুম্বাইয়ের খর থানায় অভিনেত্রীসহ তার বোন রঙ্গোলি চান্দেল, ভাই অক্ষত রনৌত এবং কমল কুমার জৈনের বিরুদ্ধে স্ক্রিপ্ট চুরির অভিযোগে এফআইআর করা হয়েছে।
‘মনিকর্ণিকা রিটার্ন্স: দ্য লেজেন্ড অব দিদ্দা’ ছবিটির চিত্রনাট্য মৌলিক নয় বলে দাবি করেছেন লেখক আশিস কৌর। তার ‘দিদ্দা: দ্য ওয়ারিয়র কুইন’ বইতে তার একার স্বত্ব রয়েছে। কিন্তু কঙ্গনা রনৌত সে বই থেকে কাহিনী চুরি করেছেন বলে এফআইআর দায়ের করলেন লেখক। দিদ্দার জীবনকাহিনীর উপরে বিস্তারিত বর্ণনা রয়েছে ‘দিদ্দা: দ্য ওয়ারিয়র কুইন’-এ। এমনটাই জানিয়েছেন আশিস।
২০১৯ সালে ‘মনিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’ মুক্তি পেয়েছিল। কঙ্গনার সেই ছবিটি নিয়েও বিতর্ক শুরু হয়েছিল। পরিচালক কৃষ অভিযোগ করেছিলেন, অভিনেত্রী তার জায়গা নিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। ছবিটির সমস্ত কৃতিত্ব নিজের নামে করে নেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। সে ছবির দ্বিতীয় ভাগ হিসেবে তৈরি হচ্ছে ‘মনিকর্ণিকা রিটার্ন্স: দ্য লেজেন্ড অব দিদ্দা’।
জানা গেছে, যোদ্ধা দিদ্দাকে নিয়ে জীবনকাহিনী লিখেছেন আশিস। এমন সব তথ্য সেখানে ছিল, যা অন্য কোথাও পাওয়া সম্ভব নয়।
একটি বিবৃতি জারি করেছেন লেখক আশিস। সেখান থেকেই জানা গেছে, কঙ্গনা ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। লেখকের অভিযোগ, ‘একজন সাধারণ মানুষের মেধা স্বত্ব চুরি করা হয়েছে। যিনি করেছেন, তিনি নিজে এক জন বিখ্যাত, প্রভাবশালী মানুষ। কিন্তু সাধারণের জন্য পুলিশের সাহায্য নেয়া বা কোনও পদক্ষেপ করা অত সহজ নয়।’
কাশ্মীর উপত্যকার প্রথম নারী সম্রাজ্ঞী রানি দিদ্দার জীবনকাহিনী অবলম্বনেই কঙ্গনা ‘মণিকর্ণিকা’ সিকুয়েল তৈরি করতে চলেছেন। এপ্রসঙ্গে আশিস কাউল এর আগে বলেছেন, জম্মু-কাশ্মীরের লোহার রাজবংশের রানি দিদ্দার জীবনকাহিনী নিয়ে লেখা বইয়ের উপর আমার এক্সক্লুসিভ কপিরাইট রয়েছে। এবার এটা কি আমায় বিশ্বাস করতে হবে যে, কোনও এক অভিনেত্রী তথা সমাজকর্মী তিনি নিজের ছবির জন্য নিজের মতো করে রানি দিদ্দার জীবনকাহিনী সাজিয়েছেন?’
লেখকের কথায়, রানি দিদ্দার জীবনকাহিনী অবলম্বনে ছবি তৈরি হলে তার বই থেকেই যাবতীয় তথ্য পাওয়া যাবে, সেই প্রেক্ষিতে কীভাবে তার অনুমতি ছাড়া অন্য কেউ রানি দিদ্দাকে নিয়ে ছবি তৈরি করতে পারেন?