spot_img

শ্রীলঙ্কা সফরে টাইগারদের প্রথম টেস্ট ২১ এপ্রিল

অবশ্যই পরুন

গত শনিবার জানা গিয়েছিল আগামী ১২ এপ্রিল টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচ খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ দল। এর ৯ দিন পর অর্থাৎ ২১ এপ্রিল মাঠের লড়াইয়ে নামবে টিম টাইগার্স। অন্যদিকে সফরকারীরা পরের ম্যাচ খেলবে আগামী ২৯ এপ্রিল। শনিবার ব্যাপারটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বিসিবির ক্রিকেট অপরাশেন্স চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘মোটামুটি চূড়ান্ত যে আমরা যাচ্ছি। নিউজিল্যান্ড থেকে এসে আমরা চলে যাব। ভেন্যু ও সূচি ওরাই চূড়ান্ত করবে। আমরা জানি যে একই ভেন্যুতে দুইটা টেস্টই খেলব, ভেন্যুটা ওরাই জানাবে।’

শ্রীলঙ্কা-বাংলাদেশ দলের মধ্যেকার দুই ম্যাচ টেস্ট সিরিজের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। তবে বিসিবি সূত্র থেকে জানা গেছে টেস্ট সিরিজের প্রথমটি মাঠে গড়াবে আগামী ২১ এপ্রিল। দ্বিতীয়টি ২৯ এপ্রিল। তবে এ ব্যাপারে আকরাম চূড়ান্তভাবে কিছু বলতে পারেননি। জানিয়েছেন লঙ্কান বর্ডের সঙ্গে তাদের আলোচনা চলমান, ‘এখনো পর্যন্ত বিষয়টি এ পর্যায়ে আছে। কিন্তু যেহেতু আয়োজক দেশ তারা, সেহেতু বিষয়টি তারাই চূড়ান্ত করবে।’

এরআগে গত জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু করোনার কারণে সিরিজটি স্থগিত হয়ে যায়। এরপর অক্টোবরে আবার সিরিজটি আয়োজনের চেষ্টা করে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। তবে সে সেময় কোয়ারেন্টিনের নিয়ম নিয়ে বনিবনা না হওয়ায় সিরিজটি মাঠে গড়ায়নি। আগামী এপ্রিলে দুই দলের কোনো সিরিজ না থাকায় এই সময়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট ম্যাচ খেলার সিদ্ধান্ত নেয় দুই দেশের ক্রিকেট বোর্ড।

আপাতত বাংলাদেশ ক্রিকেট দল রয়েছে নিউজিল্যান্ড সফরে। সেখানে তিন ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। ঐ সিরিজ শেষ করে তামিম ইকবালরা দেশে ফিরে দুই সপ্তাহের মতো সময় পারেন। এরপরই তারা উড়বেন শ্রীলঙ্কায়।

সর্বশেষ সংবাদ

অস্ট্রেলিয়ায় শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম

অস্ট্রেলিয়ার সরকার পরিকল্পনা করেছে, ১৬ বছর বয়স পর্যন্ত শিশুদের এক্স, টিকটক, ফেসবুক ও ইন্সটাগ্রাম-সহ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে...

এই বিভাগের অন্যান্য সংবাদ