spot_img

তামিমকে প্রশংসায় ভাসালেন ভেট্টরি

অবশ্যই পরুন

তিনটি করে ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলতে গত ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড গিয়েছে তামিম, মাহমুদুল্লাহরা। ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে টাইগাররা এখন কুইন্সটাউনে। আগামি ২০ মার্চ শুরু ওয়ানডে সিরিজে নেতৃত্ব দিবেন তামিম। বাংলাদেশের স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টরি ভুয়সী প্রশংসা করেছেন টাইগার ওয়ানডে অধিনায়কের।

তিনি বলেন, বাংলাদেশের সৌভাগ্য, এই সিরিজে তামিমকে অধিনায়ক হিসেবে নিয়ে আসতে পারায়। সে খুবই খোলা মনের মানুষ। এর আগে নিউজিল্যান্ড সফর করে চ্যালেঞ্জগুলো নিয়েছে। সে বোঝে, কোন ব্যাপারগুলো কাজ করেনি, কোনো ব্যাপারগুলো এখানে কাজ করবে। আমাদের শুরু করার জন্য এটি খুব ভালো একটি দিক।

বাংলাদেশ এখন পর্যন্ত নিউজিল্যান্ডে মাটিতে কখনোই সাফল্য পায়নি। দেশ ছাড়ার আগে তামিমও ব্যর্থতার বৃত্ত ভেঙে সাফল্য দেখবেন বলে স্বপ্ন দেখিয়েছেন ক্রিকেটপ্রেমীদের। ভেট্টরির কন্ঠেও বেজেছে সেই একই সুর। তিনি বলেন, আমার মনে হয়, বাংলাদেশ এই সিরিজে কিছু জিনিস চেষ্টা করবে। আমরা জানি নিউজিল্যান্ড দারুণ একটি দল। ইদানীংকালে তারা খুব ভালো খেলছে। আশা করি, আমরা পূর্বের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পেরেছি। তাই ভালো কিছুর আশা করতেই পারি।

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। স্বাগতিকদের সিরিজ জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন দুই স্পিনার সোধি ও সান্তানার। অবশ্য দুই অসি স্পিনার অ্যাগার ও জাম্পাও বেশ ভুগিয়েছেন স্বাগতিক ব্যাটসম্যানদের। স্পিনাররা যে সুবিধা পাবেন সেটা স্পষ্ট করে বলেছেন ভেট্টরি।

তার মতে, স্পিনাররা ভূমিকা রাখবে সিরিজে। সদ্য শেষ হওয়া সিরিজে খেয়াল করলেই দেখা যায়, সান্তানার ও সোধি সাফল্য পেয়েছেন। অ্যাগার ও জাম্পাও ভালো করেছেন। মেহেদী হাসান মিরাজ অনেক অভিজ্ঞ স্পিনার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ পারফরম্যান্স করেছেন। আমার মনে হয়, এবারের সিরিজে মিরাজ একটি ভূমিকা রাখবে। এছাড়া মেহেদী হাসান ও নাসুম আহমেদও দারুণ ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি।

ওয়ানডে সিরিজ শুরু ২০ মার্চ। টি-২০ সিরিজ শুরু ২৮ মার্চ। টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ও টি-২০ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

সর্বশেষ সংবাদ

জ্বালানি খাতে সাশ্রয় হয়েছে ৩৭০ কোটি টাকা : উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের ৩ মাসে জ্বালানি খাতে ৩৭০ কোটি টাকা সাশ্রয় হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ...

এই বিভাগের অন্যান্য সংবাদ