spot_img

দশ হাজারি ক্লাবে প্রথম ভারতীয় নারী মিতালি রাজ

অবশ্যই পরুন

অ্যান বশের ফুলার লেন্থের বলটা বহু আগেই যেন পড়ে ফেললেন মিতালি রাজ। ফ্লিক করে দিলেন স্কয়ার লেগের দিকে। সীমানায় থাকা আয়াবঙ্গা খাকার চেষ্টা ছিল বাউন্ডারি বাঁচানোর, কিন্তু সফলতা মিলল না। চার রান যোগ হলো মিতালির খাতায়। সঙ্গে সঙ্গে আরো একটা রেকর্ডও হয়ে গেল তার, নারী আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র দ্বিতীয় আর প্রথম ভারতীয় হিসেবে পেয়ে গেলেন পাঁচ অঙ্কের দেখা।

মিতালির আনন্দটা অবশ্য খুব বেশিক্ষণ টেকেনি। পরের বলেই বশের ফুলটসটা তুলে দিয়েছেন মিড উইকেটে, মিনিয়ন ডু প্রিজের হাতে, ৩৬ রানে ফিরেছেন প্যাভিলিয়নে। তবে তাতে অর্জনটা ম্লান হয়নি একটুও। মাত্র দ্বিতীয় নারী ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটে ১০ হাজারি ক্লাবে যোগ দেওয়াটা যে চাট্টিখানি কথা নয়!

এ অর্জনের পথে ২১২ ওয়ানডে খেলে রান করেছেন ৬৯৭৪ রান। দশ টেস্ট খেলে করেছেন ৬৬৩ রান, আর ৮৯ টি-টোয়েন্টি খেলে ২৩৬৪ রান তুলেছেন তিনি। তার অর্জনের মাহাত্ম্যটা বোঝা যায় আরেকটা পরিসংখ্যান থেকে। শার্লট অ্যাডওয়ার্ডস প্রথম নারী ক্রিকেটার হিসেবে দশ হাজার রান ছুঁয়েছেন, এ ক্লাবে দ্বিতীয় ব্যক্তি মিতালি। তাদের সবচেয়ে কাছে আছেন যিনি, সেই সুজি বেটসের সংগ্রহ ৭৮৪৯।

সর্বশেষ সংবাদ

মহানবী (সা.) রওজা শরিফ জিয়ারতে সৌদি আরবের নতুন নির্দেশনা

এখন থেকে মহানবী মুহাম্মদ (সা.) এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে বলে জানিয়েছে সৌদি সরকার। দেশটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ