spot_img

প্রয়োজনে হুইল চেয়ারে বসেই নির্বাচনী প্রচারণা চালাবেন মমতা

অবশ্যই পরুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, দরকার হলে হুইল চেয়ার নিয়েই তিনি প্রচারে ঝাঁপাবেন। বৃহস্পতিবার (১১ মার্চ) হাসপাতালের বেডে শুয়ে শুয়েই একটি ভিডিও বার্তা দিয়েছেন মমতা। একই সঙ্গে দলীয় কর্মী, সমর্থকদের সংযত থাকার বার্তা দেন তিনি।

ভারতের বিধানসভা নির্বাচনে তিনিই ২৯৪ কেন্দ্রে তৃণমূলেরর প্রার্থী। এমন ঘোষণা আগেই করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচারের প্রধান মুখ তিনিই। কিন্তু বুধবার নন্দীগ্রামে পায়ে চোট পেয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। এই অবস্থায় তৃণমূলের প্রচার কীভাবে হবে তা নিয়ে চিন্তিত ছিলেন তৃণমূলের নেতা, কর্মী থেকে সমর্থকরা। তার জবাব দিয়ে দিলেন মমতা।

দুই এক দিনের মধ্যেই প্রচার শুরু করবেন বলে জানিয়ে ভিডিও বার্তায় মমতা বলেন, আমার যারা কর্মী ভাইবোনের আছেন, তাদের বলছি গতকাল আমার খুব জোরেই চোট লেগেছিল। এবং আমার পায়ে চোট আছে, ইনজুরি আছে লিগামেন্টে চোট লেগেছে। কাল আমার মাথায় এবং চেস্টে খুব পেনও হয়েছে। গাড়ির বনেটের ওপরে আমি দাঁড়িয়ে সকলকে নমস্কার করছিলাম। তখন এমন জোরে চাপ আসে পুরো গাড়িটা আমার পায়ের ওপর চেপে যায়।

আমার কাছে যে ওষুধগুলো ছিল সেগুলো খেয়ে কলকাতার দিকে রওনা হই। আমি অনুরোধ করব সকলের কাছে, সকলে শান্ত থাকুন, সংযত থাকুন, ভালো থাকুন। এমন কিছু করবেন না যাতে মানুষের কোনো অসুবিধা হয়। আশা করি আমি আবার ২/৩ দিনের মধ্যেই নিজের ফিল্ডে ফিরে যেতে পারব। তবে হয়তো পায়ের প্রব্লেম থাকবে। কিন্তু আমি ম্যানেজ করে নেব। আমার মিটিং কিছুই আমি নষ্ট করব না। কিন্তু হয়তো কিছুদিন আমাকে হুইল চেয়ারে ঘুরতে হবে।

প্রসঙ্গত, নন্দীগ্রামে আহত হওয়ার পর বুধবার সন্ধে থেকে এসএসকেএমে ভর্তি রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতাল সূত্রে খবর, তার বাঁ পায়ের গোড়ালি ও পায়ের পাতার হাড়ে চিড় ধরেছে। ওই পায়ের পেশীতেও চোট লেগেছে। বুধবার রাতেই চিকিৎসকরা জানান, মুখ্যমন্ত্রীর বাঁ পা ফুলেছে। সেই অবস্থার এখনো তেমন কোনো উন্নতি হয়নি।

চিকিৎসকদের পরামর্শ অনুসারে বুধবার রাতে এমআরআই-এর পর পায়ে অস্থায়ী প্লাস্টার করা হয়। সেই ছবিও ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। মুখ্যমন্ত্রীকে অ্যান্টিবায়োটিক দেয়া শুরু হয়েছে বলে জানান চিকিৎসকরা। তবে বিধানসভা নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার পরে মমতা আর হাসপাতালে থাকতে চাইছেন না।

হাসপাতাল সূত্রে জানা যায়, মমতার জন্য চিকিৎসকদের যে মেডিক্যাল বোর্ড তৈরি হয়েছে, তারা মুখ্যমন্ত্রীকে ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তবে মমতা প্রচারে অংশ নিতে চাইলে চিকিৎসকরা কী সিদ্ধান্ত নেবেন তা এখনই জানা যাচ্ছে না।

তৃণমূল সূত্রে জানা যায়, নেত্রীর ইচ্চা মতো যাবতীয় ব্যবস্থা করতে তৈরি দল। হেলিকপ্টারে করে তার রাজ্য সফরের ব্যবস্থা করা হবে। সেই সঙ্গে হেলিকপ্টার থেকে মঞ্চ চড়া সব সময়েই মমতার যাতে কোনো সমস্যা না হয় তার ব্যবস্থা রাখা হবে। প্রতিটি জায়গায় মঞ্চে হুইল চেয়ার তোলার জন্যও ব্যবস্থা করা হবে। সূত্র: আনন্দবাজার

সর্বশেষ সংবাদ

মহানবী (সা.) রওজা শরিফ জিয়ারতে সৌদি আরবের নতুন নির্দেশনা

এখন থেকে মহানবী মুহাম্মদ (সা.) এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে বলে জানিয়েছে সৌদি সরকার। দেশটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ