দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ায় গিরিখাতে শিক্ষার্থীবাহী একটি বাস গিরিখাতে পড়ে অন্তত ২৭ জনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছেন আরও কিছু লোক। দুর্ঘটনার সময় বাসটিতে শিক্ষার্থী, তাদের অভিভাবক ও শিক্ষকরা ছিলেন।
বৃহস্পতিবার (১১ মার্চ) পশ্চিম জাভায় ৬৫ ফুট নিচু গিরিখাতে বাসটি পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। খবর স্পুটনিক নিউজের
জাকার্তা গ্লোবাল নিউজ পেপার জানিয়েছে, দুর্ঘটনার দিন ৫৮ জন আরোহীকে নিয়ে বাসটি প্রদেশের সুবাঙ শহর থেকে তীর্থযাত্রার উদ্দেশ্যে তাসিক মালায়া যাচ্ছিল।
স্থানীয় জরুরি সেবা সংস্থা জানিয়েছে, সামনে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। তবে কী কারণে বাসটি গিরিখাতে পড়ে গিয়েছে এখনো তা জানা যায়নি।
উল্লেখ্য, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এরই মধ্যে ভয়াবহ এই ঘটনার তদন্ত শুরু করেছে।