ক্ষমতা ছাড়ার পর আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মানুষের মন থেকে কতখানি বিস্মৃত হয়েছেন সেটি বলার মত সময় হয়তো এখনো আসেনি । তবে চীনা একটি অনলাইন শপিং প্ল্যাটফর্ম এখনই ট্রাম্পের জনপ্রিয়তাকে পুঁজি করে ব্যবসায় নেমে পড়েছে। টাওবাও নামের এই প্রতিষ্ঠান বুদ্ধের মত পোশাক পরিহিত ডোনাল্ড ট্রাম্পের শুভ্র মূর্তি বিক্রি করছে।
কৌশলে এটি বিক্রির জন্য তারা আবার একটি স্লোগানও ঠিক করেছে, “আপনার প্রতিষ্ঠানকে আবারও মহান করে তুলুন”। চীনের অনলাইনে এখন রীতিমত ‘ট্রেন্ডিং’ পণ্য হিসেবে এই মূর্তি বিক্রি চলছে।
চীনামটির তৈরী শ্বেতশুভ্র মূর্তিটিতে দেখা যাচ্ছে ট্রাম্প মুখে স্বস্তির কোমল হাসি হেসে দু’হাত কোলের ওপর বিছিয়ে বসে আছেন, ঠিক যেন কোন ধ্যানে বসেছেন। চীনের ফুজিয়ান প্রদেশের জিয়ামেনের একজন আসবাব নির্মাতা এই মূর্তির কথা প্রকাশ করেন অনলাইনে।
সাবেক মার্কিন রাষ্ট্রপতির মূর্তির এই ভঙ্গি চীনা মন্দিরগুলোতে পাওয়া বুদ্ধমূর্তির সাথে সাদৃশ্যপূর্ণ।
এবারই অবশ্য প্রথম নয়! আগেও ট্রাম্প সম্পর্কিত বিভিন্ন অনুষঙ্গ বাজারে এনেছিল এই টাওবাও। অনলাইন প্ল্যাটফর্মটির আরেকটি ‘বেস্ট সেলার’ পণ্য ট্রাম্প টয়লেট ব্রাশ; যার দুই ডলার মূল্যমানের একেকটি প্যাকেটে থাকে তিনটি করে ব্রাশ!
চীনা মিডিয়া আউটলেট গ্লোবাল টাইমস এ মূর্তির উদ্ভাবনকারী বিক্রেতার সাথে কথা বলেছে। সেই বিক্রেতা জানায়, ট্রাম্পের “আমেরিকাকে আবার মহান করুন” স্লোগানটি তাকে চমকপ্রদ করত, ট্রাম্প যেভাবে অন্যদের চাইতে সব বেশি জানার দাবি করেন সেটিও তার কাছে ভাল লাগত!
তিনি বলেন, বেশিরভাগ লোকই এটি কেবল মজার ছলে কিনছে। প্রথমে কেবল ১০০টি মূর্তি তৈরী করেছিলেন তারা। কিন্তু এখন ডজন ডজন অর্ডার আসছে এর জন্য।
মূর্তিটি দুই ধরনের আকারে মিলবে – ৫ ফুট লম্বা ছোট সংস্করণটির দাম পড়বে ১৫৩ ডলার এবং ১৪ ফুট লম্বা অপেক্ষাকৃত দীর্ঘাকার সংস্করণটির জন্য ক্রেতাদের খরচ করতে হবে ৬১৩ ডলার।
বেইজিংয়ের শহরতলিতে একটি ছোট নির্মাণকেন্দ্রের মালিক লি গুয়াকিয়াং (৩০) জিয়ামেন থেকে তার ৫ ফুটের মূর্তিটি হাতে পাবার অপেক্ষায় ছিলেন।
লি জানান, ‘”আমার মনে হয় অফিসে এ ধরনের একটি বস্তু রাখাটা উপভোগ্যই হবে। আমি ট্রাম্পের ভক্ত নই, কিন্তু মূর্তিটিতে তাকে সত্যিই প্রশান্ত লাগছে তাইনা?”
“কে জানে সত্যিই হয়তো তিনি আমার কোম্পানিকে মহান করে তুলতে সাহায্য করবেন!”
গ্লোবাল টাইমস সাংহাইয়ের একজন ক্রেতার সাথেও কথা বলেছে। পরিচয় প্রকাশে অনিচ্ছুক সে ব্যক্তি জানান, উইচ্যাট থেকে তিনি ট্রাম্পের এই মূর্তি সম্পর্কে জানতে পারেন।
তিনি বলেন, “ট্রাম্প একটি যুগের প্রতিনিধি, তিনি চরম অহংকারেরও প্রতিনিধিত্ব করেন। ট্রাম্পের সে যুগ গত হয়েছে কিন্তু আমি এই মূর্তিটি কাছে রেখে প্রতিনিয়ত নিজেকে মনে করাতে চাই যে, খুব বেশি ট্রাম্প হওয়া যাবে না”।
সূত্রঃইনসাইডার