চীনের তৈরি সিনোভ্যাকের করোনার টিকা নেওয়ার পর হংকংয়ে এখন পর্যন্ত তিনজন মারা গেছেন। গত বুধবার ৭১ বছর বয়সী একজন একটি বেসরকারি হাসপাতালে করোনার টিকা নেন। রবিবার অসুস্থ হয়ে পড়েন তিনি এবং সোমবার মারা যান। মারা যাওয়া ওই ব্যক্তির অন্য কোনো রোগ ছিল কি না সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। টিকা নিয়ে মৃত্যুর ফলে হংকংয়ে সিনোভাক টিকার চাহিদা যথেষ্ট পরিমাণে হ্রাস পেয়েছে। গত রবিবার প্রায় ৮ হাজার ১০০ জনের টিকা দেওয়া হয় যা আগের দিনের এক চতুর্থাংশেরও কম।
যে তিনজন করোনার টিকা নিয়ে মারা গেছেন তাদের মারা যাওয়ার কারণ ব্যাখ্যা করতে স্বাস্থ্য কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন হংকং বিশ্ববিদ্যালয়ের মহামারি বিশেষজ্ঞ বেন কোওলিং। তিনি বলেন, মারা যাওয়ার প্রকৃত কারণ জানা গেলে জনগণের উদ্বেগ কিছুটা হলেও কমবে। মহামারি বিশেষজ্ঞ বেন কোওলিং বলেন, এটি কাকতালীয় ঘটনাও হতে পারে। অন্য কোম্পানির টিকা নেওয়ার পরও এমন ঘটনা ঘটতে পারে।
সূত্র: আরটি হংকং।