spot_img

ব্রিটেনের করোনার নতুন ধরনে মৃত্যুহার অনেক বেশি: গবেষণা

অবশ্যই পরুন

গত বছরের শেষদিকে ব্রিটেনে প্রথমবার শনাক্ত হওয়া করোনাভাইরাসের অতিসংক্রামক নতুন ধরন বিদ্যমান ধরনের চেয়ে ৩০ থেকে ১০০ শতাংশ বেশি প্রাণঘাতী বলে বুধবার যুক্তরাজ্য থেকে প্রকাশিত এক গবেষণায় জানা গেছে। খবর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের।

ব্রিটেনে করোনার বিদ্যমান ধরনটির সঙ্গে বি.১.১.৭ নামে পরিচিত অতিসংক্রামক নতুন ধরনটিতে যেসব মানুষ আক্রান্ত হয়েছেন, উভয় দলের মধ্যে তুলনাত্মক বিশ্লেষণের মাধ্যমে গবেষণা করে বিজ্ঞানীরা বলছেন, নতুন ধরনটিতে মৃত্যুহার ‌‘উল্লেখযোগ্য পরিমাণে বেশি’।

বিজ্ঞানীরা বলছেন, এটা আগের ধরনটির চেয়ে অনেকে বেশি প্রাণঘাতী এবং আনুমানিক ৪০ থেকে ৭০ শতাংশ বেশি সংক্রামক।

২০২০ সালের সেপ্টেম্বরে ব্রিটেনে প্রথম মহামারি করোনার নতুন এই ধরনটি শনাক্ত হয়। এরপর থেকে এখন পর্যন্ত শতাধিক দেশে ধরনটি শনাক্ত হয়েছে। বিজ্ঞানীরা প্রথম থেকেই নতুন এই ধরনকে আরও বেশি প্রাণঘাতী বর্ণনা করে সতর্ক করে আসছেন।

করোনার নতুন এই ধরনটি বিদ্যমান ধরনের চেয়ে অনেক বেশি সংক্রামক ও তা সহজে বিস্তার ছড়ায় জানিয়ে বিজ্ঞানীরা বলছেন, এটা আগের ধরনটির চেয়ে অনেকে বেশি প্রাণঘাতী এবং আনুমানিক ৪০ থেকে ৭০ শতাংশ বেশি সংক্রামক।

‘দ্রুত বিস্তার ঘটানোর ক্ষমতাসম্পন্ন নতুন ধরন বি.১.১.৭-কে হুমকি হিসেবে তুলে ধরেছে, ফলে বিষয়টি গুরুত্বের সাথে নেওয়া উচিত।’

গবেষণা নিবন্ধটি বুধবার ‘ব্রিটিশ মেডিকেল জার্নাল’ নামের চিকিৎসা সাময়িকীতে প্রকাশিত হয়। তাতে দেখা যায়, নতুন ধরনে আক্রান্ত ৫৪ হাজার ৯০৬ জন রোগীর ২২৭ জন এবং বিদ্যমান ধরনে আক্রান্ত একইসংখ্যক রোগীর মধ্যে মৃত্যু হয়েছে ১৪১ জনের।

গবেষণাটি যেসব গবেষক করেছেন তাদের একজন এক্সেটার ইউনিভার্সিটির রবার্ট চ্যালেন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘দ্রুত বিস্তার ঘটানোর ক্ষমতাসম্পন্ন নতুন ধরন বি.১.১.৭-কে হুমকি হিসেবে তুলে ধরেছে, ফলে বিষয়টি গুরুত্বের সাথে নেওয়া উচিত।’

ব্রিটেনের নতুন ধরনটি গত জানুয়ারিতে বাংলাদেশে শনাক্ত হয়। তবে বুধবার (১০ মার্চ) সে তথ্য জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর।

আইইডিসিআর-এর পরিচালক অধ্যাপক তাহমিনা শিরিন বুধবার বলেছেন, গত জানুয়ারির শুরুতেই যুক্তরাজ্যফেরত যাত্রীদের মধ্যে নতুন এই ধরন প্রথম শনাক্ত হয়। শনাক্ত হওয়া ব্যক্তি যুক্তরাজ্য থেকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

সেখানে তার শরীর থেকে সংগ্রহ করা নমুনার জিনতত্ত্ব উন্মোচন (জিনোম সিকোয়েন্সিং) করে আইইডিসিআর করোনার নতুন ওই ধরন শনাক্ত করে। জানুয়ারির শুরুতে নতুন ধরন শনাক্ত হলেও, তা আগে কেনো জানানো হয়নি, সে প্রশ্নের জবাব অবশ্য দেননি তিনি।

অধ্যাপক শিরিন বলেছেন, জানুয়ারির শুরুতে ঢাকায় প্রথম শরীরে করোনাভাইরাসের নতুন ধরনবাহী একজন শনাক্ত হন। এরপর সিলেটেন ওসমানী বিমানবন্দরে নামা যাত্রীদের মধ্য থেকেও ভাইরাসের নতুন ধরনে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন।

সর্বশেষ সংবাদ

মহানবী (সা.) রওজা শরিফ জিয়ারতে সৌদি আরবের নতুন নির্দেশনা

এখন থেকে মহানবী মুহাম্মদ (সা.) এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে বলে জানিয়েছে সৌদি সরকার। দেশটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ