চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, তার দেশের নিরাপত্তা পরিস্থিতি খুবই অস্থিতিশীল ও অনিশ্চিত। সেজন্য যেকোনো হুমকি মোকাবেলায় চীনা সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে।
মঙ্গলবার সামরিক বাহিনীর কর্মকর্তাদের উপস্থিতিতে একটি প্যানেল আলোচনায় প্রেসিডেন্ট শি জিনপিং একথা বলেন। তিনি বলেন, কঠিন ও জটিল পরিস্থিতিতে টিকে থাকা এবং লড়াই করার জন্য পুরো সামরিক বাহিনীকে সক্ষমতা তৈরি ও যুদ্ধপ্রস্তুতি মধ্যে একটি সমন্বয় গড়ে তুলতে হবে।
শি জিনপিং আরো বলেন, দেশের জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থ রক্ষা এবং একটি আধুনিক সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে এগিয়ে যাওয়ার জন্য সামরিক বাহিনীর পক্ষ থেকে সম্পূর্ণ ও শক্তিশালী সমর্থন দরকার।#
চীন ও মর্কিন নতুন প্রশাসনের মধ্যে যখন দিন দিন টানাপড়েন বাড়ছে তখন শি জিনপিং এসব কথা বললেন।