ফ্লয়েড হত্যার বিচারকাজ শুরু

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে নিহত কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার বিচার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এর অংশ হিসেবে মঙ্গলবার (৯ মার্চ) চূড়ান্ত করা হয়েছে ১২ সদস্যের বিচারক প্যানেল। েআগামী ২৯ মার্চ থেকে শুরু হবে বহুল আলোচিত ওই হত্যাকাণ্ডের বিচারের শুনানি। এর আগে বিচারক প্যানেল নির্বাচনের কার্যক্রম স্থগিত করা হয়।

সোমবার এ তথ্য ছড়িয়ে পড়ার পর ফ্লয়েডের হত্যাকারীর সর্বোচ্চ সাজার দাবিতে মিনিয়াপোলিসে বিক্ষোভ করেন বর্ণবাদবিরোধী আন্দোলকারীরা। আবারো রাজপথে নামেন যুক্তরাষ্ট্রের বর্ণবাদবিরোধী আন্দোলনকারীরা। পুলিশের হাতে নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করা কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার সর্বোচ্চ বিচারের দাবিতে মিনিয়াপোলিসের আদালত ভবনের বাইরে বিক্ষোভ করেন তারা।

ওইদিন আন্দোলনকারীরা বলেন, আমরা সঠিক বিচার চাই। যিনি এ হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন তাকে যেন এমন সাজা দেওয়া হয় যাতে ভবিষ্যতে আর কোনো কৃষ্ণাঙ্গ হত্যার শিকার না হন।

তবে বিচারকাজে বিলম্ব হলেও স্বচ্ছ এবং সঠিক বিচার পাওয়ার আশা করেন ফ্লয়েডের স্বজনরা।

তারা বলেন, আশা করি আমরা সঠিক বিচার পাব। কিন্তু বাস্তবতাও আমাদের মানতে হবে। তবে বিচার শুরু হতে কিছুটা বিলম্ব হলেও আশা করছি উপযুক্ত রায়ই আমরা পাব।

উল্লেখ্য, ২০২০ সালের মে মাসে আটকের পর কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের ঘাড়, হাঁটু দিয়ে ৮ মিনিট চেপে ধরে রাখে পুলিশ কর্মকর্তা ডেরেক শভিন। এতে ঘটনাস্থলেই শ্বাসরোধ হয়ে মারা যান ফ্লয়েড। এরপরই বর্ণবাদবিরোধী আন্দোলনে উত্তাল হয়ে ওঠে গোটা যুক্তরাষ্ট্র।

সর্বশেষ সংবাদ

পঞ্চগড়ে মাদকসহ আটক মা-ছেলে

পঞ্চগড়ে অভিযান চালিয়ে মাদকসহ মা-ছেলেকে আটক করেছে যৌথবাহিনী। আটকরা হলেন, জাকিরুল ইসলাম (৩৫) ও তার মা জরিনা বেগম (৫৫)।...

এই বিভাগের অন্যান্য সংবাদ