বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল এবং হাইটেক পার্কে ফিনল্যান্ডকে অধিক পরিমাণে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
মঙ্গলবার (৯মার্চ) দেশটির পররাষ্ট্রমন্ত্রী পিক্কা হারভিস্টোর সঙ্গে এক অনলাইন বৈঠকে তিনি এ আহ্বান জানান। বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী দ্বৈত করারোপের সম্ভাবনা নিয়ে দ্বিপক্ষীয় চুক্তির বিষয়ে প্রাথমিক আলোচনা করেন।
একঘণ্টারও বেশি সময় ধরে চলা বৈঠকে ঢাকা ও হেলসিংকির মধ্যে ২০২২ সালে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষে উচ্চ পর্যায়ের রাজনৈতিক সফর, বিনিয়োগ ও সাংস্কৃতিক বিনিময় ইস্যুগুলো গুরুত্ব পায়। এ সময় ২০১৯ সালে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের কথা তুলে ধরেন দুই পররাষ্ট্রমন্ত্রী। একইসঙ্গে তারা উচ্চ পর্যায়ের সফর বিনিময় ও কূটনৈতিক পরামর্শের ওপর গুরুত্বারোপ করেন।
সম্প্রতি স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় বাংলাদেশের প্রশংসা করেন ফিনিশ পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে তারা রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলেন। হারভিস্টো মানবিক অবস্থান থেকে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করেন। পাশাপাশি প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগের লক্ষ্যে কাজ করার আশ্বাস দেন।
পররাষ্ট্রমন্ত্রী মোমেন দ্রুত সময়ে টেকসই প্রত্যাবাসন শুরু করার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অন্য দেশগুলোকে একসঙ্গে কাজ করার অনুরোধ করেন।