নারায়ণগঞ্জের ফতুল্লায় বিস্ফোরণের ঘটনায় ১ জনের মৃত্যু

অবশ্যই পরুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিস্ফোরণের পর লাগা আগুনে দগ্ধ ছয় জনের মধ‌্যে মিশাল নামে এক জন মারা গেছেন।

মঙ্গলবার (৯ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল এ তথ‌্য নিশ্চিত করে জানান, আগুনে মিশালের  শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল।

এ ঘটনায় দগ্ধ মিশালের স্ত্রী মিতা, মেয়ে আফসানা ও ১৮ মাস বয়সী ছেলে মিনার, শ‌্যালক মাহফুজুল ও সাব্বির হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

গত ৮ মার্চ রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লার মাসদাইরের পতেঙ্গা এলাকার একটি ভবনের ষষ্ঠ তলায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ হয়।

চিকিৎসকরা জানান, আগুনে মিতার ১৪ শতাংশ, আফসানার ১০ শতাংশ, মিনারের ৪০ শতাংশ, মাহফুজুলের ৮০ শতাংশ ও সাব্বিরের ৪২ শতাংশ পুড়ে গেছে। তাদের সবার অবস্থায় আশঙ্কাজনক।

সর্বশেষ সংবাদ

পঞ্চগড়ে মাদকসহ আটক মা-ছেলে

পঞ্চগড়ে অভিযান চালিয়ে মাদকসহ মা-ছেলেকে আটক করেছে যৌথবাহিনী। আটকরা হলেন, জাকিরুল ইসলাম (৩৫) ও তার মা জরিনা বেগম (৫৫)।...

এই বিভাগের অন্যান্য সংবাদ