spot_img

কুইন্সটাউনে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিবেন ভেট্টরি

অবশ্যই পরুন

প্রতিদিন ৩ হাজার মার্কিন ডলার সম্মানীর বিপরীতে ১০০ দিনের চুক্তিতে ২০১৯ সালের অক্টোবরে বাংলাদেশ দলের স্পিন বোলিং পরামর্শক হিসেবে নিযুক্ত হয়েছিলেন কিউই লিজেন্ডারি ড্যানিয়েল ভেট্টরি।

তবে গত বছরের মার্চের পর থেকে বাংলাদেশ দলের সাথে নেই ড্যানিয়েল ভেট্টরি। করোনাকালে বিদেশী কোচিং স্টাফের সবাই গত সেপ্টেম্বর থেকে বাংলাদেশ দলের সঙ্গে থাকলেও করোনাকালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে তার সার্ভিস পায়নি বাংলাদেশ দল।

নিউজিল্যান্ড নাগরিকদের জন্য সেদেশের সরকারের ভ্রমন বিধির সতর্কতার কারণে বাংলাদেশ দলের সাথে এতোদিন যুক্ত হতে পারেননি নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক।

এমনকি গত ২৪ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ দল নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে অবস্থান করলেও কোয়ারেন্টিনে থাকা তামিম,মুশফিক,মাহমুদউল্লাহদের সঙ্গে ছিলেন না এই কিউই।

মঙ্গলবার শেষ হয়েছে বাংলাদেশ দলের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন। নিউজিল্যান্ডে অবস্থানকালে ৪ বার কোভিড-১৯ পরীক্ষা দিয়ে সবার রিপোর্টে নেগেটিভ আসায় বাংলাদেশ দলের সবাই এখন নিউজিল্যান্ডে মুক্ত ভাবে ঘোরা-ফেরা করতে পারবে। ক্রাইস্টচার্চ থেকে বাংলাদেশ দলের পরবর্তী গন্তব্য কুইন্সটাউন।

বুধবার কুইন্সটাউনের ফ্লাইট ধরবে বাংলাদেশ দল। এখানেই বাংলাদেশ দলের সাথে যুক্ত হবেন ভেট্টরি। ১০০ দিনের অ্যাসাইনমেন্টের মধ্যে এখনও বাকি তার ৪০ দিন। এই দফায় নিউজিল্যান্ডে ২০ দিন স্পিনারদের নিয়ে কাজ করবেন এই বাঁ হাতি স্পিন লিজেন্ড।এ তথ্য দিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানের-‘তিনি কুইন্সটাউনে দলের সঙ্গে যোগ দিয়ে এই সিরিজে ২০ দিন স্পিনারদের নিয়ে কাজ করবেন।’

  এই কুইন্সটাউনে ৫দিনের ক্যাম্প হবে বাংলাদেশ দলের। সেখান থেকে ১৬ মার্চ ডানেডিনের উদ্দেশ্যে রওয়ানা দিবে বাংলাদেশ দল।

সর্বশেষ সংবাদ

আইপিএলের নিলামে এক বছরে ‘৪৯ সেঞ্চুরি’ করা ১৩ বছর বয়সী বৈভব

সময়ের সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। যেখানে দেখা মেলে, হালের অন্যতম সেরা তারকাদের। অনেকের মতে, আন্তর্জাতিক ক্রিকেটের...

এই বিভাগের অন্যান্য সংবাদ