spot_img

১ লাখ ৩০ হাজার শিক্ষার্থীকে ভ্যাকসিন দেয়া হবে: শিক্ষামন্ত্রী

অবশ্যই পরুন

বিশ্ববিদ্যালয় খোলার আগে ১ লাখ ৩০ হাজার আবাসিক শিক্ষার্থীকে ভ্যাকসিন দেয়া হবে। জানিয়েছেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার দুপুরে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পরিবেশ নিশ্চিতে সরকার সব ধরণের ব্যবস্থা নিচ্ছে। এসময় শিক্ষার্থীদেরও কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে আবাসিক হলে অবস্থান ও লেখাপড়া চালানোর বিষয়ে পরামর্শ দেন তিনি।

আগামী ১৭ মে খুলবে আবাসিক হল আর ২৪ মে খুলবে সব বিশ্ববিদ্যালয়। এছাড়া বৈঠকে প্রধানমন্ত্রী বেশ কিছু নির্দেশনার কথা জানান মন্ত্রিপরিষদ সচিব। প্রধানমন্ত্রী বলেন, করোনা নিয়ে দেশ কমফোর্ট জোনে আছে ভেবে আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই। ভ্যাকসিন নেয়ার পর মাস্ক ব্যবহার করতে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। কক্সবাজারসহ পর্যটন এলাকায় জনসমাগমের বিষয়ে সতর্ক করেন প্রধানমন্ত্রী।

সর্বশেষ সংবাদ

আগামীতে চিকিৎসা ক্ষেত্রে যেন কোনো রাজনীতি না হয়: ক্রীড়া উপদেষ্টা

রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনে চিকিৎসকদেরও পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ শনিবার (২৩...

এই বিভাগের অন্যান্য সংবাদ