spot_img

এশিয়া কাপ খেলবে ভারতের দ্বিতীয় সারির দল

অবশ্যই পরুন

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ ছিল আন্তর্জাতিক ক্রিকেট। ফলে এখন বেশ ব্যস্ত সময় পার করছে সবগুলো দল। ভারতের এফটিপিও (ফিউচার ট্যুর প্ল্যান) ম্যাচে ভরপুর। এদিকে একই সময়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও এশিয়া কাপের ম্যাচ পড়েছে। দুটি জায়গাতেই খেলতে ইচ্ছুক ভারত।

ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্ট জেতায় অস্ট্রেলিয়াকে টপকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে ভারত। আগামী জুনে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। এদিকে একই সময়ে বসবে এশিয়া কাপের এবারের আসর। তাই এশিয়া কাপে ভারতের খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল।

এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি মন্তব্য করেছিলেন, ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলে এশিয়া কাপ স্থগিত হয়ে যেতে পারে। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) একটি সূত্র জানিয়েছে, তারা এশিয়া কাপেও দল পাঠাতে ইচ্ছুক।

অবশ্য একসঙ্গে দুই জায়গায় খেলা থাকায় ভারতের পক্ষে সেরা দলটা পাঠানো সম্ভব হবে না। কারণ অল্প সময়ের মধ্যে কোহলি-রোহিতদের জন্য দুই সফরের জন্য কোয়ারেন্টাইনে থাকা সম্ভব হবে না। সেক্ষেত্রে এশিয়া কাপের জন্য আলাদা দল পাঠানোর কথা ভাবছে বিসিসিআই।

বিসিসিআইয়ের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা নিউজ আউটলুটকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘আমাদের হাতে আসলে খুব বেশি অপশন নেই। আমরা কোনোক্রমেই ইংল্যান্ড সফরের প্রস্তুতিতে বিঘ্ন ঘটাতে পারি না। আবার ক্রিকেটাররা পরপর দু’বার কোয়ারেন্টাইনও করতে পারবে না। তাই এশিয়া কাপ অনুষ্ঠিত হলে বিসিসিআইয়ের হাতে দ্বিতীয় দল পাঠানো ছাড়া ভিন্ন উপায় নেই।’

আগামী জুনে শ্রীলংকায় অনুষ্ঠিত হবে এশিয়া কাপের এবারের আসর। সূচি অনুযায়ী, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ১৮ জুন। এরপর জুলাই-সেপ্টেম্বরের মধ্যে ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ডে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। তাই ভারত দ্বিতীয় দল পাঠানোর সিদ্ধান্ত নিলে শেষ পর্যন্ত এশিয়া কাপ মাঠে গড়াতে পারে। অন্যথায় গেল বছরের মতো এবারও টুর্নামেন্টটি স্থগিত হয়ে যাবে।

সর্বশেষ সংবাদ

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়: আইজিপি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো...

এই বিভাগের অন্যান্য সংবাদ