spot_img

দুর্নীতির অভিযোগ থেকে মুক্ত কাজী সালাউদ্দিন

অবশ্যই পরুন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। সালাউদ্দিনের পাশাপাশি বাফুফের হিসাবের স্বচ্ছতা নিয়েও দুদকে অভিযোগ উঠেছিল। এক বছরের বেশি সময় বিষয়টি নিয়ে তদন্ত করেছে দুর্নীতি দমন কমিশন। তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হয়নি।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুদক অনুসন্ধান কার্যক্রমের ইতি টেনেছে। ১ মার্চ সচিব ড. মু আনোয়ার হোসেন হাওলাদার স্বাক্ষরিত চিঠিতে বাফুফে, কাজী সালাউদ্দিন ও অন্যান্যদের উপর আর্থিক অভিযোগের সমাপ্তির কথা উল্লেখ করেন।

অন্যদিকে বাফুফের অন্যতম সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহীর উপর গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দুদক। মহীর উপর সমবায় ব্যাংকের দুর্নীতি ও আর্থিক আত্মসাতের অভিযোগ। মহীর উপর গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় এশিয়ান ফুটবল কনফেডারেশন বাফুফের কাছে বিষয়টি জানতে চেয়েছে। মহী নিজেকে আত্মসমর্পন করায় জামিনে পেয়েছেন।

সর্বশেষ সংবাদ

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়: আইজিপি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো...

এই বিভাগের অন্যান্য সংবাদ