বর্ণাঢ্য নানা আয়োজনে আগামী ১৪ মার্চ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ‘পাই দিবস’ উদযাপন হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের এস্ট্রোনমি অ্যান্ড সাইন্স সোসাইটির উদ্যোগে এবারের ‘Einstein’s Birthday & Pi Day celebration 2021’ অনুষ্ঠিত হবে।
প্রতিবছর মার্চ মাসের ১৪ তারিখ বিশ্বব্যাপী অনুষ্ঠিত হয় ‘পাই দিবস’। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির উদ্যোগে ২০০৬ সাল থেকে বাংলাদেশে পাই দিবস উদযাপন শুরু হয়।
১৪ মার্চে বিখ্যাত পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের জন্মদিন এবং একই দিনে স্টিফেন হকিং মৃত্যুবরণ করেন। তাদের প্রতি সম্মান জানানোর পাশাপাশি পাই দিবস উপলক্ষে এস্ট্রোনমি অ্যান্ড সাইন্স সোসাইটি অব রুয়েট এর পক্ষ থেকে এবার অনলাইন প্লাটফর্মেই এই অনুষ্ঠানটির আয়োজন করা হচ্ছে।
অনুষ্ঠানে বিজ্ঞান ও গণিত প্রেমীদের জন্য আয়োজন করা হচ্ছে বেশকিছু প্রতিযোগিতামূলক কর্মকাণ্ড। সেই সাথে বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার। আর প্রাইজমানি হিসেবে থাকছে দুই হাজার টাকা।
অনুষ্ঠানটির প্রধান লক্ষ্যই হলো পাই এর ইতিহাস, উদ্ভাবন এবং স্যার আইনস্টাইন ও হকিং এর বিভিন্ন কার্যক্রম, আবিষ্কার সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানের আলোড়ন সৃষ্টি করা। অনুষ্ঠানে শিক্ষার্থীরা রাইটিং কনটেস্ট ও প্রেজেন্টেশন কনটেস্টে অংশ নিয়ে তাদের মেধার পরিচয় দেবে। এতে বিজ্ঞান ও গণিতের প্রতি তাদের আগ্রহ বৃদ্ধি পাবে, যা একটি সচেতনমূলক সমাজ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা সংশ্লিষ্টদের।