spot_img

উড়ন্ত সিটিকে মাটিতে নামাল ইউনাইটেড

অবশ্যই পরুন

অবশেষে থামল ম্যানচেস্টার সিটির জয়রথ। সব প্রতিযোগিতা মিলে টানা ২১ ম্যাচ জয়ের পর নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাটেডের বিপক্ষে ঘরের মাঠে হারল পেপ গার্দিওলার দল।

রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ডার্বি ম্যাচে ২-০ গোলে জয় তুলে নেয় উলে গুনার সুলশারের ম্যান ইউনাইটেড।

ইতিহাদ স্টেডিয়ামে দুই অর্ধে একটি করে গোল আদায় করে ইউনাইটেড।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই স্পট কিক থেকে ব্রুনো ফের্নান্দেস এগিয়ে দেন ম্যান ইউনাইটেডকে। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করেন লুক শ।

এ ম্যাচের মধ্য দিয়ে দিয়ে ইউনাইটেড টানা ২২ অ্যাওয়ে ম্যাচে অপরাজিত থাকল। এর মধ্যে ১৪ ম্যাচে জয় পেয়েছে দলটি।

সিটি সবশেষ হেরেছিল গত নভেম্বরে, লিগে টটেনহ্যাম হটস্পারের মাঠে ২-০ গোলে। ডার্বি ম্যাচে এসে তাদের ভুলে যাওয়া স্বাদ পেতে হলো। গত ডিসেম্বরে ওল্ড ট্র্যাফোর্ডে আসরে দুই দলের প্রথম মুখোমুখি লড়াইটি গোলশূন্য ড্র হয়েছিল।

এই জয়ের সুবাদে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইউনাইটেড। তবে সিটি পাক্কা ১১ পয়েন্ট ব্যবধানে টেবিলের শীর্ষে।

২৮ ম্যাচে ২০ জয়, ৫ ড্রয়ে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে সিটি। সমান ম্যাচে ১৫ জয়, ৯ ড্রয়ে ৫৪ পয়েন্ট ইউনাইটেডের।

সর্বশেষ সংবাদ

মহানবী (সা.) রওজা শরিফ জিয়ারতে সৌদি আরবের নতুন নির্দেশনা

এখন থেকে মহানবী মুহাম্মদ (সা.) এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে বলে জানিয়েছে সৌদি সরকার। দেশটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ