spot_img

চীন ও ইউরোপের সম্পর্ক উন্মুক্ত : ওয়াং ই

অবশ্যই পরুন

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, চীন ও ইউরোপ বহুপক্ষীয় বিশ্ব ব্যবস্থার দুটি গুরুত্বপূর্ণ শক্তি। তাদের দ্বিপক্ষীয় সম্পর্ক সমান ও উন্মুক্ত। তারা তৃতীয় কোনো পক্ষের বিরুদ্ধে নয় এবং তৃতীয় কোনো পক্ষের দ্বারা নিয়ন্ত্রিত নয়। রোববার (৭ মার্চ) বেইজিংয়ে এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ওয়াং ই বলেন, যুক্তরাষ্ট্ ও ইউরোপের সম্পর্ক বিছিন্ন করতে চায় না চীন। চীন আশা করে, ইউরোপীয় ইউনিয়ন তার কৌশলগত স্বায়ত্তশাসন জোরদার করতে পারবে। পাশাপাশি বহুপক্ষবাদে অবিচল থেকে বড় দেশসমূহের সাথে সমন্বয় ও সহযোগিতা বজায় রেখে কাজ করবে।

ওয়াং ই বলেন, সহযোগিতা ও উভয়ের কল্যান চীন-ইউরোপ সম্পর্কের মূলনীতি।  চীন ও ইউরোপ স্বাধীন ও সক্রিয়ভাবে সহযোগিতা করলে অনেক সাফল্য আসবে। ইউরোপের একীকরণে সমর্থন দেবে চীন। ইইউর ঐক্যবদ্ধ হয়ে আন্তর্জাতিক ব্যাপারে আরো বড় ভূমিকা পালন করাকে সমর্থন দেয় বেইজিং।

গেল বছর চীন প্রথমবারের মতো ইউরোপের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হয়। সে সময়ে চীন-ইউরোপ সম্পর্ক সংকট  ও চ্যালেঞ্জ মোকাবিলায় প্রাণশক্তি প্রদর্শন করে, যা বিশ্বকে ইতিবাচক সংকেত  প্রদান করেছে।

সর্বশেষ সংবাদ

মহানবী (সা.) রওজা শরিফ জিয়ারতে সৌদি আরবের নতুন নির্দেশনা

এখন থেকে মহানবী মুহাম্মদ (সা.) এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে বলে জানিয়েছে সৌদি সরকার। দেশটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ