মায়ের নাকি অনেক কিছু সামলে জীবন চালিয়ে নিতে হয়। সেটা বাচ্চা লালন-পালন থেকে শুরু করে পরিবার সামলানো পর্যন্ত। এছাড়া কর্মস্থলে নিজের দায়িত্ব চালিয়ে যাওয়ার বিষয় তো রয়েছেই। সন্তান কোলে দায়িত্ব পালনরত তেমনি এক নারী এখন ভাইরাল।
নারী দিবসের আগেই সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ওই মায়ের ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, সন্তান কোলে নিয়ে দায়িত্ব পালন করছেন তিনি। এমন ভিডিও প্রকাশ্যে আসার পর নেটিজেনদের কল্যাণে তা এখন ভাইরাল।
জানা গেছে, ওই নারী ট্রাফিক পুলিশের কনস্টেবল। পাঁচ মাসের একটি শিশুসন্তান রয়েছে তার। কিন্তু কাজ থেকে বিরতি নেননি তিনি। মাতৃত্বের ছুটি কাটিয়ে গত ৩ মার্চ কাজে যোগ দিয়েছেন। তারপর থেকে শিশুসন্তান কোলে রাস্তায় দায়িত্ব পালন করতে দেখা গেছে তাকে।
ভারতীয় ট্রাফিক পুলিশের কনস্টেবল প্রিয়াঙ্কা জানিয়েছেন, ‘আমার সন্তান সময়ের আগে জন্ম নিয়েছে। কিন্তু তাকে দেখাশোনার জন্য বাড়িতে কেউ নেই। আমার স্বামী ও তার পরিবারের সদস্যরা মহেন্দ্রগড়ে গ্রামের বাড়িতে থাকেন। চার দিন হলো আগে আমি কাজে যোগ দিয়েছি।’
তিনি আরও বলেছেন, ‘অনুরোধ করছি, আমার বাড়ির কাছে যেন আমাকে ডিউটি দেওয়া হয়। আমার কাজ যেমন আমার কাছে প্রথম, ঠিক তেমন আমি আমার সন্তানকেও উপেক্ষা করতে পারি না। তাই আমি আমার সন্তানকে ট্রাফিক লাইনে নিয়ে গিয়েছিলাম।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও দেখিয়ে জানতে চাওয়া হলে ট্রাফিক পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা মণীশ চৌধুরী বলেন, ‘এমন ঘটনা তো মেনে নেওয়া যায় না। আমি তার কাজের চাপ কমিয়ে দেওয়ার কথা বলছি।’
জানা গেছে, সেখানে আগে থেকেই কাজে ছিলেন একজন পুরুষ কনস্টেবল। তাকে বাড়ি ফেরত যাওয়ার জন্য বলা হয়। পরবর্তীকালে সেই ভিডিও ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে।