আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছেন বলিউডের অন্যতম নির্মাতা-প্রযোজক অনুরাগ কাশ্যপ ও অভিনেত্রী তাপসী পান্নু। আয়কর বিভাগ তল্লাশি চালানোর পরেই প্রায় ৬শ’ কোটি টাকার অসঙ্গতির তথ্য সামনে এনেছে। ঘটনায় সরগরম বলিউড।
এরমধ্যেই ঘটনা নিয়ে সরব হয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। একের পর এক টুইট বার্তায় ক্ষোভ উগড়ে দিয়েছেন ‘বলিউড কুইন’।
প্রথম টুইটে কঙ্গনা লিখেছেন, আয়কর দপ্তরের তরফ থেকে দাবি করা হয়েছে, তাপসী ও অনুরাগের ফোন থেকে সবরকম তথ্য মুছে ফেলা হয়েছে। আর্থিক তছরুপ কাণ্ডে কতোজন জড়িয়ে রয়েছেন তা সামনে এলে হয়তো সবাই অবাক হতেন। আমার সন্দেহ হয়েছিলো তখনই, যখন আমি দেখেছিলাম পরিযায়ী শ্রমিকদের উস্কানি দিতে সরকারের বিরুদ্ধে নানারকম অ্যানিমেশনের বিজ্ঞাপন বানানো হয়েছিলো। যা তৈরি করতে কয়েক কোটি টাকা খরচ করতে হয়েছে।
এরপর ড্রামা কুইন আরো একটি টুইট করেন। সেখানে তিনি লিখেছেন, ফোন থেকে তথ্য মুছে ফেললেও তা পুনরুদ্ধার করা সম্ভব। কিন্তু তারা খুব ছোট খেলোয়াড়। কল্পনা করে দেখুন, বলিউড ইন্ডাস্ট্রিতে কী ধরনের সন্ত্রাসবাদ চলে আসছে। আর কীভাবে টাকার জন্য দেশকে এই ধরনের মানুষজন ভাঙছে। কেন্দ্রীয় সরকারের উচিত সঠিক পদক্ষেপ নিয়ে এক দৃষ্টান্ত স্থাপন করা, যাতে কেউ দেশকে টুকরো করে সন্ত্রাসের কাছে বিক্রি করতে পারে।
প্রসঙ্গত, বুধবার (৩ মার্চ) দু’টি বড় ফিল্ম প্রোডাকশন হাউজ, ২টি ট্যালেন্ট ম্যানেজমেন্ট সংস্থা এবং অভিনেত্রী তাপসী পান্নুর ঠিকানায় হানা দেয় আয়কর দপ্তরের কর্মকর্তারা। মুম্বাই, দিল্লি, পুনে এবং হায়দরাবাদের মোট ২৮টি জায়গায় একসঙ্গে তল্লাশি চালায় আয়কর দপ্তর।
অভিযোগে জানানো হয়েছে, বক্স অফিসে প্রকৃত আয়ের তুলনায় দেখানো আয়ে বিরাট কারচুপির প্রমাণ মিলেছে। সংস্থার কর্মকর্তারা প্রায় ৩০০ কোটি টাকার অসঙ্গতির ব্যাখ্যা করতে পারেননি। পাশাপাশি, চলচ্চিত্র পরিচালক ও শেয়ারহোল্ডারদের মধ্যে প্রযোজনা সংস্থাটির শেয়ার লেনদেনের ক্ষেত্রেও কারসাজি করে প্রায় ৩৫০ কোটি টাকার কারচুপি হয়েছে বলে জানা গিয়েছে।
পাশাপাশি তাপসী পান্নু ও তার সংস্থার বিরুদ্ধে ২৫ কোটি টাকার কর ফাঁকির অভিযোগ রয়েছে। তিনি যে সমস্ত বিজ্ঞাপনে মুখ দেখিয়েছিলেন সেগুলোর দিকেও নজর রয়েছে আয়কর বিভাগের।