শহরের ১৬নং ওয়ার্ডের সফিক ভবনে রহস্যময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বিকট শব্দে বিস্ফোরণ হলে ভবনের দরজা-জানালা বারান্দার গ্রিল মুহূর্তেও মধ্যে লণ্ডভণ্ড হয়ে যায়। এ ঘটনায় দগ্ধ মা-মেয়েসহ তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বিস্ফোরণের কারণ জানা যায়নি।
এরই মধ্যে রহস্য উদঘাটনে কাজ শুরু করেছেন ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী।
জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ফেনী শহরের শহিদ শহিদুল্লাহ কায়সার সড়কে সরু গলির ভেতরে হ ম্যানসন নামের একটি ছয়তলা ভবনের ৫ তলায় ভাড়া থাকতেন মা-মেয়েসহ তিনজন। হঠাৎ করে সেখানে বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণে প্রতিটি রুমের দরজা ভেঙে চৌচির হয়ে গেছে। এই ঘটনায় মা-মেয়েসহ তিনজন আহত হয়েছেন। মা-মেয়ের শরীরে ৬০ শতাংশের বেশি পুড়ে গেছে বলে জানিয়েছে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিতসক। কী কারণে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা জানা না গেলেও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
ফেনীর ফায়ার সার্ভিস ও ফেনীর পুলিশ সুপার সজেমিনে গিয়ে বিস্ফোরণের কারণ খুঁজে পায়নি। ফেনীর পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী জানিয়েছেন, পিবিআই ও সিআইডির একটি দল আসছে। তারা সঠিক কারণ জানাবেন।