শুরুটা দারুণ হয়েছিল। নাজিমউদ্দিনের ব্যাট দেখাচ্ছিল বড় সংগ্রহের স্বপ্ন। হঠাৎই কেমন ছন্দপতন। ভারত লেজেন্ডেসের বিপক্ষে তাই আশা জাগিয়েও বাংলাদেশ লেজেন্ডস পারল না বড় সংগ্রহ গড়তে। টাইগার কিংবদন্তিদের হারাতে শচীন টেন্ডুলকারের লাগবে ১১০ রান।
ভারতের রায়পুরে রোড সেফটি টুর্নামেন্টের প্রথম ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হয় বাংলাদেশ লেজেন্ডস। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মোহাম্মদ রফিক। আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন জাভেদ ওমর বেলিম ও নাজিমউদ্দিন।
বেলিম কিছুটা ধীরগতির শুরু করলেও অন্যপ্রান্তে আক্রমণাত্মক ছিলেন নাজিম। দলীয় ৫৯ রানে গিয়ে প্রথম উইকেট হারায় বাংলাদেশ লেজেন্ডস। ১ চারে ১৯ বলে ১২ রান করে প্রজ্ঞান ওঝার বলে স্টাম্পিংয়ের শিকার হন জাভেদ ওমর।
ফিফটির খুব কাছে গিয়েছিলেন বাংলাদেশ লেজেন্ডেসের নাজিম। কিন্তু এক রানের জন্য ফিফটি স্পর্শ করতে পারেননি তিনি। ৩৩ বলে ৪৯ রান করে আউট হন তিনি। যুবরাজ সিংয়ের বলে বোল্ড হয়েছেন নাজিম।