spot_img

অস্ট্রেলিয়ায় টিকা রপ্তানি আটকে দিল ইতালি

অবশ্যই পরুন

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা টিকার চালান অস্ট্রেলিয়ায় রপ্তানি করা আটকে দিয়েছে ইতালির সরকার। এতে করে ইতালিতে অ্যাস্ট্রাজেনেকার তৈরি আড়াই লাখ ডোজ করোনা টিকা সরবরাহ বন্ধ হয়ে যাবে। বৃহস্পতিবারের এ খবর জানিয়েছে বিবিসি।

টিকা সরবরাহকারী কোম্পানি যদি ইইউর প্রতি তার বাধ্যবাধকতা পূরণ করতে ব্যর্থ হয় তবে ওই কোম্পানির টিকা রপ্তানি বন্ধ করা যায় মর্মে ইইউ যে নীতি প্রণয়ন করেছে ইতালি প্রথম দেশ হিসেবে তার প্রয়োগ করলো। এ নিয়ে প্রতিবেদনের বরাতে বিবিসি জানিয়েছে, ইতালির এই সিদ্ধান্তে সমর্থন দিয়েছে ইউরোপীয়ান কমিশন।

চলতি বছরে ইইউ সদস্যরাষ্ট্রগুলোর কাছে অ্যাস্ট্রাজেনেকা যত ডোজ টিকা সরবরাহ করার জন্য চুক্তি করেছিল তার মাত্র ৪০ শতাংশ সরবরাহ করবে বলে জানিয়েছে। এর কারণ হিসেবে কোম্পানিটি তাদের উৎপাদন স্বল্পতার বিষয়টি উল্লেখ করেছে।

গত জানুয়ারিতে ইতালির তৎকালীন প্রধানমন্ত্রী গিউসেপ কোঁতে অ্যস্ট্রাজেনেকা ও ফাইজারের টিকা সরবরাহের বিলম্বকে ‘অগ্রহণযোগ্য’ হিসেবে বর্ণনা করে কোম্পানি দুটির বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছিলেন।

করোনার টিকাদান কর্মসূচির ধীরগতির কারণে ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রথম থেকেই সমালোচনার মুখে। কেননা সদস্য দেশগুলোর কাছে টিকা সরবরাহের দায়িত্ব জোট কর্তৃপক্ষের হাতে।

গত বছরের জুনে তৈরি করা ইইউ’র ভ্যাকসিন স্কিম অনুযায়ী করোনার টিকা কেনার জন্য সদস্য দেশগুলোর পক্ষে জোটের পক্ষ থেকে কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা করবে ইইউ। এ কারণে সমালোচনা হচ্ছে বেশি।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী ইতালির সরকার টিকা রপ্তানি আটকে দিলেও এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার সরকার, ইউরোপীয় ইউনিয়ন কর্তৃপক্ষ ও অ্যাস্ট্রাজেনেকার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি।

গত সপ্তাহ থেকে ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত টিকার মাধ্যমে অস্ট্রেলিয়ায় করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। আগামী শুক্রবার থেকে দেশটিতে অ্যাস্ট্রাজেনেকার ডোজ দিয়ে টিকা দেওয়া শুরুর করার কথা ছিল।

সর্বশেষ সংবাদ

মহানবী (সা.) রওজা শরিফ জিয়ারতে সৌদি আরবের নতুন নির্দেশনা

এখন থেকে মহানবী মুহাম্মদ (সা.) এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে বলে জানিয়েছে সৌদি সরকার। দেশটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ