spot_img

ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করবে আয়ারল্যান্ড

অবশ্যই পরুন

আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সাইমন কভেনি বলেছেন, তার দেশ ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিকভাবে চার্জ দ্যা অ্যাফেয়ার্স পর্যায়ে এই সম্পর্ক স্থাপন করা হবে। ২০২৩ সালে ডাবলিন তেহরানে দূতাবাস খুলবে বলেও তিনি উল্লেখ করেন।

আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সাইমন কভেনি গত ২০ জানুয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রী মো. জাওয়াদ জারিফের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে। সেখানে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের আগ্রহ প্রকাশ করেন তিনি।

ওই বৈঠকে ইরান ও আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীরা দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে পরস্পরের দৃষ্টিভঙ্গি ও মতামত বিনিময় করেন। পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা নিয়েও দুই পররাষ্ট্রমন্ত্রী আলোচনা করেন।

বৈশ্বিক অর্থনৈতিক মন্দার জের ধরে সরকারি ব্যয় কমানোর লক্ষ্যে আয়ারল্যান্ড ২০১২ সালে ইরানে নিজের দূতাবাস বন্ধ করে দিয়েছিল।

সূত্র: পার্সটুডে

সর্বশেষ সংবাদ

লেবাননের যুদ্ধবিরতিতে সমর্থনের সিদ্ধান্ত ইরানের

ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি বাস্তবায়নে লেবাননের যেকোনো সিদ্ধান্তকে সমর্থন জানাবে ইরান। খবর রয়র্টাস। শুক্রবার বৈরুত সফরে গিয়ে এই মন্তব্য করেছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ