বেশ আগে থেকেই গুঞ্জন ছিল ভারতের ক্ষমতাসীন দল বিজেপিতে যোগ দিচ্ছেন সৌরভ গাঙ্গুলি। তবে এবার ব্যাপারটি নিয়ে বিসিসিআই সভাপতি নাকি নিজেই মুখ খুলেছেন। স্পষ্ট করেই সাবেক এ অধিনায়ক বিজেপি নেতৃত্বকে নাকি জানিয়ে দিয়েছেন, এখনই রাজনীতিতে আসার ইচ্ছা নেই। এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
২০১৯ সালের অক্টোবর থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড প্রশাসন চালাচ্ছেন সৌরভ ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহ। তাই তখন থেকেই অনেকেই ভেবেছিলেন বিজেপিতে যোগ দিয়ে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে লড়বেন সৌরভ। তবে বুধবারের পর নিশ্চিত হয়ে গেছে, সৌরভ রাজনীতিতে আসায় এখনই তেমন আগ্রহ বোধ করছেন না।
পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভার আসন্ন নির্বাচনে মুখোমুখি রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ও কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে নেতৃত্ব দিলেও বিজেপির সে মাপের কোনো নেতৃত্ব পশ্চিমবঙ্গে নেই। তবে তারা খুঁজছে। ইতিমধ্যেই সিনেমা জগতের বেশ কয়েকজন তারকা বিজেপিতে যোগ দিয়েছেন। কানাঘুষা ছিল মুখ্যমন্ত্রী হতেই সৌরভ বিজেপিতে যোগ দিতে পারেন।
আগামী ৭ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতায় এক সমাবেশে ভাষণ দেবেন। গুজব উঠেছিল সৌরভ সেদিনই মঞ্চে গিয়ে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেবেন। বুধবারই বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে কলকাতার গণমাধ্যম জানিয়েছে, এমন সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেছে। সৌরভ এখনই রাজনীতিতে আসতে রাজি নন, এটা এরই মধ্যে বিজেপি হাই কমান্ডকে জানিয়েও দিয়েছেন তিনি।