আগামী ২০ মার্চ নিউজিল্যান্ড সফরে মাঠের লড়াই শুরু হচ্ছে বাংলাদেশের। সেখানে দলটি খেলবে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। যার সবকটিই দেখা যাবে র্যাবিটহোলে।
সম্প্রতি একাধিক আন্তর্জাতিক সিরিজ সরাসরি সম্প্রচার করে নতুন করে আলোচনায় আসে দেশের ওটিটি (ওভার দ্য টপ) প্লাটফর্ম র্যাবিটহোলে।
র্যাবিটহোলের ওয়েবসাইটের পাশাপাশি বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যেকার ম্যাচগুলো দেখা যাবে অফিসিয়াল ইউটিউব চ্যানলে। সূচি অনুযায়ী ওয়ানডে সিরিজ শুরু হবে ২০ মার্চ। সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৩ এবং শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৬ মার্চ। এরপরই দুই দলের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। যার প্রথমটি ২৮ মার্চ। সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ৩০ মার্চ এবং পহেলা এপ্রিল।
সূচি:
ওয়ানডে সিরিজ :
১ম ওয়ানডে : ২০ মার্চ, ইউনিভার্সিটি ওভাল, ডুনেডিন
২য় ওয়ানডে : ২৩ মার্চ, হ্যাগলি ওভাল, ক্রাইস্টচার্চে
৩য় ওয়ানডে : ২৬ মার্চ, বেসিন রিজার্ভ,ওয়েলিংটন
টি-টোয়েন্টি সিরিজ :
১ম টি-টোয়েন্টি : ২৮ মার্চ, সেডন পার্ক, হ্যামিল্টন
২য় টি-টোয়েন্টি : ৩০ মার্চ, ম্যাকলিন পার্ক, নেপিয়ার
৩য় টি-টোয়েন্টি : ১ এপ্রিল, ইডেন পার্ক, অকল্যান্ড