spot_img

বিষ দিয়ে মাছ ধরা বন্ধ করতে হবে : বনমন্ত্রী

অবশ্যই পরুন

সুন্দরবন এলাকায় বিষ দিয়ে মাছ ধরার কথা আমি আর শুনতে চাই না। বিষ দিয়ে মাছ ধরা বন্ধ করতে হবে বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় মন্ত্রী মো. শাহাব উদ্দিন। তিনি বলেন, কেন বিষ দিয়ে মাছ ধরবে। মাছ ধরার জন্য জাল আছে জাল দিয়ে মাছ ধরবে।

বুধবার (৩ মার্চ) দুপুরে রাজধনীর আগারগাঁও বন ভবন হৈমন্তি মিলনায়তনে ‘বিশ্ব বন্যপ্রাণী দিবস-২০২১’ উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, প্রতিমন্ত্রীর কাছে শুনলাম, সুন্দরবন এলাকায় বিষ দিয়ে মাছ ধরা হচ্ছে। কেন বিষ দিয়ে মাছ ধরা হবে? সরকারি বাহিনী ও বন বিভাগের কর্মকর্তারা আছে তাদের সামনে বিষ দিয়ে মাছ ধরা হবে। সে মাছ আবার মানুষ খাবে। তাহলে মানুষের জীবনের নিরাপত্তা কোথায়?

সর্বশেষ সংবাদ

সশস্ত্রবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ৬০ দিন

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর ওপরের সমপদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরো দুই মাস (৬০...

এই বিভাগের অন্যান্য সংবাদ