spot_img

বলিভিয়ায় রেলিং ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু

অবশ্যই পরুন

বলিভিয়ায় একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের বেলকনির রেলিং ধসে পড়ে অন্তত ৫ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের বেলকনির রেলিং ধসে পড়লে অন্তত ৮ জন নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই মারা যান ৫ জন। আহত ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। তারা চিকিৎসাধীন অবস্থায় আছেন।

সংবাদমাধ্যম সিনহুয়ার খবরে জানা যায়, দুর্ঘটনার আগে একদল শিক্ষার্থী বিবাদে জড়িয়ে পড়েছিল। ওই সময় তাদের মধ্যে ধস্তাধস্তির খবর পাওয়া গেছে। তবে ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে যে বেশিরভাগ শিক্ষার্থী একটি অভ্যন্তরীণ করিডোরে ভিড় করেছিল, রেলিং ভেঙে যাওয়ার আগে ধাক্কা খেয়েছিল।

সর্বশেষ সংবাদ

মহানবী (সা.) রওজা শরিফ জিয়ারতে সৌদি আরবের নতুন নির্দেশনা

এখন থেকে মহানবী মুহাম্মদ (সা.) এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে বলে জানিয়েছে সৌদি সরকার। দেশটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ