spot_img

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় ১৩ জনের প্রাণহানি

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে কমপক্ষে ১৩ জনের। মঙ্গলবার (২ মার্চ) স্থানীয় সময় সকালে একটি এসইউভি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে।

স্বাভাবিকভাবে ৮ থেকে ৯ জনের ধারণক্ষমতা থাকলেও এসইউভিটিতে ২৫ জন গাদাগাদি করে বসেছিল। মেক্সিকো সীমান্তবর্তী এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এটি। সরাসরি ধাক্কা খায় একটি পাথর বোঝাই ট্রেইলার ট্রাকের সাথে। ফলে ঘটনাস্থলেই নিহত হন ১২ জন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় নিহত প্রত্যেকের বয়স ২০ থেকে ৫৫ বছরের মধ্যে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১০ জন।

উল্লেখ্য, হতাহতদের মধ্যে অধিকাংশই কৃষিকাজের সঙ্গে জড়িত বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ।

সর্বশেষ সংবাদ

সশস্ত্রবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ৬০ দিন

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর ওপরের সমপদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরো দুই মাস (৬০...

এই বিভাগের অন্যান্য সংবাদ