ভারতীয় ক্রিকেট দলকে যেভাবে নেতৃত্ব দিচ্ছেন বিরাট কোহলি, তাতে মুগ্ধ অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্টিভ ওয়াহ। তার চোখে কোহলি ‘আধুনিক যুগের অধিনায়ক’।
ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা অধিনায়ক হিসেবে বিবেচিত হন স্টিভ ওয়াহ। সাবেক অজি অধিনায়ক ‘ক্যাপচারিং ক্রিকেট: স্টিভ ওয়াহ ইন ইন্ডিয়া’ শিরোনামে ৬০ মিনিটের একটি তথ্যচিত্রে কোহলির নেতৃত্বগুণের ভূয়সী প্রশংসা করেন।
স্টিভ মনে করেন, দলের মধ্যে কোহলি এমন মন্ত্র ছড়িয়ে দিয়েছেন, সেই মন্ত্রে ভারতীয় দল এখন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা হয়ে উঠেছে।
বলেন, ‘কোহলি হল আধুনিক ভারতীয় মানসিকতার প্রতীক। মানসিকতাটা হলো- নিজের কাজটা ঠিকমতো করে যাও, কাউকে ভয় পেও না। সব চ্যালেঞ্জের মুখোমুখি হও, দেখবে কোনো কিছুই কঠিন নয়। অধরাও থাকবে না, কোনো কিছুই অসম্ভব মনে হবে না। এই মানসিকতার জন্যই কোহলি আধুনিক সময়ের অনন্য এক নায়ক।’
স্টিভ ওয়াহ আরো বলেন, ‘অধিনায়ক হিসেবে সতীর্থদের সাথে বন্ধুর মতো মিশে গেছেন কোহলি। সতীর্থরা তাকে অধিনায়কের চাইতে বন্ধু হিসেবেই বেশি সম্মান করে, ভালোবাসে। দলের সাফল্যকে মুখ্য করে দেখছে কোহলি। তাই ভারতের সাফল্য চোখে পড়ার মতো।’
তথ্যচিত্রে ওয়াহ নিজের সময়ের ক্রিকেটের কথাও বলেছেন। জানিয়েছেন, ১৯৮৬ সালে ভারতে তার প্রথম সফরটি ছিল একধরনের ধাক্কার মতো, ‘ওই সময় আমি বোম্বে (হাল মুম্বাই) নেমে বিশাল সাংস্কৃতিক ধাক্কা খেয়েছিলাম। বোম্বের রাস্তাজুড়ে অসংখ্য গাড়ি, বাস, মোটরবাইক। ফুটপাতে কুকুর-বিড়াল-ইঁদুর দৌড়ে বেড়াচ্ছে। যেদিকে তাকাচ্ছি, কেবল মানুষ আর মানুষ। আমার সে সময় মনে হয়েছিল, এ কোথায় এসে পড়লাম আমি?’
তথ্যচিত্র জুড়ে ভারতীয় ক্রিকেটের প্রতি স্টিভ ওয়াহর ভালোবাসার কথাই উঠে এসেছে।