spot_img

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতেও নেই বুমরাহ

অবশ্যই পরুন

ব্যক্তিগত কারণে যশপ্রিত বুমরাহ নিজেদের চতুর্থ টেস্ট থেকে সরিয়ে নিয়েছিলেন সপ্তাহখানেক আগে। এবার ক্রিকবাজ জানাচ্ছে, একই কারণে ওয়ানডে সিরিজেও থাকবেন না ভারতীয় এ পেসার।

শেষ টেস্ট তো বটেই, টি-টোয়েন্টি সিরিজেও তাকে বিশ্রাম দিয়েছে ভারতীয় নির্বাচকরা। এবার শোনা যাচ্ছে সেই ব্যক্তিগত কারণ ওয়ানডে সিরিজ থেকেও তাকে ছিটকে দিয়েছে।

আগামী ২৩ মার্চ জৈব-সুরক্ষা বলয়ে শুরু হবে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের ওয়ানডে সিরিজ। ক্রিকবাজ জানাচ্ছে, ব্যক্তিগত কারণেই সে সিরিজে খেলা হবে না তার।

সীমিত ওভারের সিরিজদুটো থেকে বুমরাহর ছিটকে যাওয়া ভারতের সামনে খুলে দিয়েছে সম্ভাবনার দুয়ার। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নতুন খেলোয়াড়দের বাজিয়ে দেয়ার সুযোগ এসেছে দলটির সামনে।

তারই সুবাদে দলে ডাক পাওয়ার অপেক্ষায় আছেন বরুণ চক্রবর্তী। তবে ভারতীয় এই স্পিনারের দলে ডাক পাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে ফিটনেস পরীক্ষা।

বিসিসিআই আর দলীয় অফিসিয়ালরা নিশ্চিত করেছেন যে, সম্প্রতি ন্যাশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনে (এনসিএ) অনুষ্ঠিত ইয়ো ইয়ো টেস্টে ব্যর্থ হয়েছেন তিনি। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে প্রয়োজনীয় ১৭.১ পয়েন্ট অর্জন করতে পারেননি ভারতীয় এই স্পিনার। শুধু বরুণই নন, আরো ৩৫ জন খেলোয়াড়কে এনসিএতে ফিটনেস পরীক্ষার মুখোমুখি করে বিসিসিআই। যেখানে আরো এক খেলোয়াড় পরীক্ষায় ব্যর্থ হন।

তবে ধারণা করা হচ্ছে ১০ দিনেরও কম সময়ে আরেকটি ইয়ো ইয়ো টেস্টে নামতে হবে সেই খেলোয়াড় ও বরুণকে। তবে এই ফিটনেস পরীক্ষায় ফলাফল উন্নতি করতে সময় লাগে এর চেয়েও বেশি। তাই সেই দুজনের ইয়ো ইয়ো পরীক্ষায় পাস করা নিয়েও সৃষ্টি হয়েছে সংশয়।

সর্বশেষ সংবাদ

সৌদি আরবে উদ্দাম ফ্যাশন শো, মাতালেন জেনিফার লোপেজ, সেলিন ডিওন, হ্যালি বেরি

সৌদি আরবে 'খোলামেলা' পোশাকে প্রথমবার একসঙ্গে মঞ্চ মাতালেন মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী জেনিফার লোপেজ, কামেলা কাবেলা, সেলিন ডিওনসহ অনেকে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ