ওমান উপসাগরে ইসরায়েলের মালিকানাধীন জাহাজ বিস্ফোরণের পেছনে ইসলামি প্রজাতন্ত্র ইরানের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
সোমবার (১ মার্চ) সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন। যদিও নিজের দাবির পক্ষে কোনো শক্ত প্রমাণ দেখাতে পারেননি ইসরায়েলি প্রধানমন্ত্রী। এর আগে দেশটির প্রতিরক্ষামন্ত্রী জাহাজ বিস্ফোরণে তেহরানের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছিলেন।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেনি গ্যান্টজ বলেছিলেন, প্রাথমিকভাবে দেখা গেছে- ইরান এই বিস্ফোরণের জন্য দায়ী। একই সঙ্গে মার্কিন ও জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূতও এই বিস্ফোরণের জন্য ইরানকে দায়ী করেছিলেন। বিতর্কিত এ ঘটনা মধ্যপ্রাচ্যের নিরাপত্তাকে আবারও হুমকির মুখে ফেলেছে।
এ ঘটনায় প্রতিশোধ নেওয়া হবে কিনা- এমন এক প্রশ্নের জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, ইরান আমাদের প্রধান শত্রু। তাকে প্রতিরোধ করতে আমি দৃঢ় প্রতিজ্ঞ। সে জন্য আমরা বিষয়টা নিয়ে পুরো অঞ্চল জুড়ে কাজ করছি।
গত শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাতে এমভি হেলিওস রে নামক গাড়ি পরিবহনের জাহাজটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে।
এক মার্কিন কর্মকর্তা জানান, বিস্ফোরণের ফলে জাহাজটির উভয় পাশে গর্তের সৃষ্টি হয়। পরে সোমবার (১ মার্চ) জাহাজটি মেরামতের জন্য দুবাইয়ের বন্দরে ভেড়ানো হয়। যদিও কিভাবে এই দুর্ঘটনা ঘটল তার প্রকৃত কারণ এখনো যানা যায়নি।