ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর করোনাভাইরাসের টিকা নিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি ভারত বায়োটেকের কোভ্যাক্সিন টিকাটি নিয়েছেন।
সোমবার (০১ মার্চ) ভারতে টিকাকরণের দ্বিতীয় পর্বে এস জয়শঙ্কর করোনার টিকার প্রথম ডোজ নিলেন। ভারতে এ দফায় ষাটোর্ধ্ব সবাই ও ৪৫ বছরের ওপর যাদের অন্য ধরনের উপসর্গ (কোমর্বিডিটি) রয়েছে, তারাও এই টিকা পাওয়ার যোগ্য হবেন।
টিকা নেওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এক টুটই বার্তায় বলেন, করোনার টকিার প্রথম ডোজ নিলাম। এটা সবার কৌতুহল ছিল। #কোভ্যাক্সিন, নিরাপদ ও কার্যকর।
এর আগে ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স (এআইআইএমএস) থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নেন।
বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ করোনা সংক্রমিত দেশ ভারত গত ৩ জানুয়ারি একসঙ্গে দুটি টিকার অনুমোদন দিয়েছে তারা। এর একটি অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিশিল্ড, অপরটি ভারত বায়োটেকের কোভ্যাক্সিন। অক্সফোর্ডের অনুমতি সাপেক্ষে কোভিশিল্ড উৎপাদন করছে ভারতের সিরাম ইনস্টিটিউট