spot_img

তৌকীর-পরীর স্ফুলিঙ্গ মুক্তি পাচ্ছে ১৯ মার্চ

অবশ্যই পরুন

তৌকীর আহমেদের আলোচিত সিনেমা ‘স্ফুলিঙ্গ’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি, জাকিয়া বারী মম ও শ্যামল মাওলা। শুরুতে জানা গিয়েছিল আগামী ১৭ মার্চ মুক্তি পাচ্ছে সিনেমাটি। কিন্তু শনিবার (২৭ ফেব্রুয়ারি) পরিচালক তৌকীর আহমেদ নিশ্চিত করেছেন ১৭ নয়, ১৯ মার্চ মুক্তি পাবে ‘স্ফুলিঙ্গ’।

তবে ১৭ই মার্চ রাখা হয়েছে সিনেমাটির বিশেষ একটি প্রদর্শনী। আর সাধারণ দর্শক হলে বসে সিনেমাটি দেখতে পারবে ঠিক দুই দিন বাদে। তার আগে ১ মার্চ (সোমবার) আসছে এর ট্রেইলার।

তৌকীর আহমেদ বলেন, ‘যেহেতু বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সিনেমাটি নির্মিত হয়েছে, তাই এর বিশেষ উদ্বোধনী প্রদর্শনীও আয়োজন করছি বঙ্গবন্ধুর জন্মদিন অর্থাৎ ১৭ মার্চে। কিন্তু হলে মুক্তি পাবে ১৯ মার্চ (শুক্রবার) ছুটির দিনে।’

জনপ্রিয় এই অভিনেতা-নির্মাতা আরও যোগ করেন, ‘আমি সাধারণত কখনো বলি না সিনেমা দেখতে হলে আসুন। কারণ সিনেমা ভালো হলে আগে পরে দর্শক দেখবেই। এই সিনেমার বেলায় বলব হলে এসে দেখতে আপনাদের খারাপ লাগবে না নিশ্চিত।’

‘স্ফুলিঙ্গ’ প্রযোজনা করছে ‘স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশন’। গত বছরের ১১ ডিসেম্বর থেকে রাজেন্দ্রপুরের নক্ষত্রবাড়ি রিসোর্টে সেট তৈরি করে সিনেমাটির শুটিং শুরু হয়। মাত্র ২৩ দিনে শেষ হয় পুরো শুটিং।

এতে আরও অভিনয় করেছেন রওনক হাসান, আবুল হায়াত, মামুনুর রশীদ, শহীদুল আলম সাচ্চুসহ আরও অনেকে।

সর্বশেষ সংবাদ

সৌদি আরবে উদ্দাম ফ্যাশন শো, মাতালেন জেনিফার লোপেজ, সেলিন ডিওন, হ্যালি বেরি

সৌদি আরবে 'খোলামেলা' পোশাকে প্রথমবার একসঙ্গে মঞ্চ মাতালেন মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী জেনিফার লোপেজ, কামেলা কাবেলা, সেলিন ডিওনসহ অনেকে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ