spot_img

ঋণে জর্জরিত যুক্তরাষ্ট্র!

অবশ্যই পরুন

বিশ্বের সবচেয়ে বড় অর্থব্যবস্থা হিসেবে গণ্য হয় মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু ওই আমেরিকারই ঋণের হিসেব শুনলে চোখ কপালে উঠবে। সব মিলিয়ে দেনার হিসাব ২.৯ লাখ কোটি ডলার। ওই দেশের পার্লামেন্টের এক সদস্য বলেছেন, এই আকাশছোঁয়া ঋণের বিষয়ে নেতৃত্ব স্থানীয়দের সতর্ক করা হয়েছে।

নেতার কথায়, সামগ্রিক দেনার যা পরিমাণ তা দেশের মানুষের গড় দেনার চেয়েও অনেক বেশি। সবচেয়ে বেশি ঋণ রয়েছে চীন ও জাপানের কাছে যারা কেউই প্রকৃতপক্ষে আমেরিকার বন্ধু দেশ নয়, বলছেন কংগ্রেসম্যান অ্যালেক্স মুনি।

মুনি বলছনে, আমরা চীনের সঙ্গে ব্যবসায়িক লড়াইতে আছে হরদম। ওদের কাছেই রয়েছে বিস্তর দেনা। চীন ও জাপান, দুই দেশের কাছেই ১০,০০০ হাজার কোটি ডলারের ওপর করে দেনা রয়েছে।’

জানুয়ারি মাসে কোভিড নিয়ন্ত্রণে ১.৯ ট্রিলিয়ন ডলার ত্রাণের ব্যবস্থা করেছিল বাইডেন প্রশাসন। ওয়েস্ট ভার্জিনিয়ার সিনেটর মুনি ও আরো অনেকে এই বিপুল অর্থপ্রকল্পের বিরোধিতা করেছিলেন। তিনি বলছেন, ‘এই টাকা আমাদের ফেরত দিতে হবে তাদের, যারা ঠিক মন থেকে আমাদের ভালোবাসে না। ব্রাজিল পায় ২৫৮ বিলিয়ন, ভারত পায় ২১৬ বিলিয়ন। বিদেশের কাছে আমাদের অনেক দেনা।’

সূত্র : আজকাল

সর্বশেষ সংবাদ

সৌদি আরবে উদ্দাম ফ্যাশন শো, মাতালেন জেনিফার লোপেজ, সেলিন ডিওন, হ্যালি বেরি

সৌদি আরবে 'খোলামেলা' পোশাকে প্রথমবার একসঙ্গে মঞ্চ মাতালেন মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী জেনিফার লোপেজ, কামেলা কাবেলা, সেলিন ডিওনসহ অনেকে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ