spot_img

সিরিয়ায় বিমান হামলা আমেরিকার সঙ্ঘবদ্ধ সন্ত্রাসবাদের নতুন ধাপ : ইরান

অবশ্যই পরুন

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, ইরাক ও সিরিয়া সীমান্তবর্তী এলাকায় তৎপর ইরাকি সংগঠন হাশদ আশ-শাবির যোদ্ধাদের ওপর আমেরিকা যে বিমান হামলা চালিয়েছে তা হচ্ছে ওয়াশিংটনের সঙ্ঘবদ্ধ সন্ত্রাসবাদের নতুন ধাপ।

ইরান সফররত ইরাকের পররাষ্ট্রমন্ত্রীর ফুয়াদ হোসেইনের সাথে শনিবার রাজধানী তেহরানে এক বৈঠকে এসব কথা বলেন আলী শামখানি।

মধ্যপ্রাচ্যে উগ্রবাদী গোষ্ঠি আইএসকে শক্তিশালী করার জন্য আমেরিকা সম্প্রতি যে সমস্ত পদক্ষেপ নিয়েছে তার নিন্দা জানিয়ে তিনি বলেন, এগুলোর মাধ্যমে আমেরিকা সঙ্ঘবদ্ধ সন্ত্রাসবাদের নতুন ধাপ শুরুর ইঙ্গিত দিচ্ছে। কিন্তু ইরানসহ অন্য যেসব দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে তারা এই তাকফিরি সন্ত্রাসবাদের পুনরুত্থানের সুযোগ দেবে না।

ইরাক থেকে মার্কিন সেনা বহিষ্কারের ব্যাপারে ইরাকের জাতীয় সংসদে পাস হওয়া বিল বাস্তবায়নের দেরি করার কারণে এ অঞ্চলে সঙ্কট জোরালো হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

গতকাল শুক্রবার সিরিয়ার দেইর আয-জাওয়ার প্রদেশের সীমান্তবর্তী এলাকায় হাশদ আশ-শাবির অবস্থানে বিমান হামলা চালায় মার্কিন সেনারা।

সূত্র : পার্সটুডে

সর্বশেষ সংবাদ

অধিনায়কের সঙ্গে তর্কে জড়িয়ে দুই ম্যাচ নিষিদ্ধ জোসেফ

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপের সঙ্গে ফিল্ডিং সাজানো নিয়ে মতের অমিল হওয়ায়...

এই বিভাগের অন্যান্য সংবাদ