spot_img

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে অতিথি হিসেবে প্রধানমন্ত্রীকে চায় বিএনপি

অবশ্যই পরুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অতিথি হিসেবে চায় দলটি।

শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে বিএনপির একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে পেতে দাওয়াত কার্ড নিয়ে যায়। এ সময় তাদের হাত থেকে দাওয়াত কার্ড গ্রহণ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবিএম রিয়াজুল করিম কাওসার এবং অফিস সহকারী মাসুদ আহমেদ।

প্রতিনিধি দলে উপস্থিত থাকা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন , আমরা প্রধানমন্ত্রীকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য দাওয়াত কার্ড দিয়ে এসেছি। আমরা আশা করছি, প্রধানমন্ত্রী আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

এর আগে বিকেল সাড়ে ৫টায় দলীয় কার্যালয় থেকে বিএনপির প্রতিনিধি দলটি রওয়ানা হয়। প্রতিনিধি দলে থাকা আরেক সদস্য হলেন চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য বিজন কান্তি সরকার।

সর্বশেষ সংবাদ

ট্রাম্পকে অভিনন্দন জানালেন পুতিন

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় অবশেষে ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। ট্রাম্পকে অভিনন্দন জানানোর পরিকল্পনা নেই...

এই বিভাগের অন্যান্য সংবাদ