গত ৬ ফেব্রুয়ারি এভারটনের সাথে প্রিমিয়ার লিগে ম্যাচে থাইয়ের চোটে পড়েছিলেণ পল পগবা। এরপর থেকেই ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে পাঁচ ম্যাচ খেলতে পারেননি পগবা। এখনও এ তারকা পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি তিনি। যে কারণে মাঠে ফেরার অপেক্ষা আরও বাড়ছে তার। এমন ইঙ্গিতই দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানেজার ওলে গানার সুলশার।
এমইউ টিভিকে সুলশার বলেছেন, ‘দুর্ভাগ্যবশত আরও কয়েক সপ্তাহ পগবাকে বিশ্রামে থাকতে হবে।’
প্রিমিয়ার লিগে চেলসির বিপক্ষে রোববার অ্যাওয়ে ম্যাচে ইউনাইটেড পগবাকে ছাড়াও আরও দলে পাচ্ছে না ড্যানিয়েল জেমসকে। বৃহস্পতিবার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ইউরোপা লিগে গোলশূন্য ম্যাচে এই মিডফিল্ডার ইনজুরিতে পড়েন। এ সম্পর্কে সুলশার বলেছেন, ‘জেমস কিছুটা পরিশ্রান্ত বলে অনুভব করছি। আশা করছি বিষয়টি ততটা গুরুতর নয়। এ ব্যাপারে আরও পর্যবেক্ষণের প্রয়োজন রয়েছে।’
এদিকে চোট কাটিয়ে বেশ কয়েকজন খেলোয়াড় দ্রুতই দলে ফিরছেন বলে সুলশার নিশ্চিত করেছেন। এর মধ্যে রয়েছেন স্ট্রাইকার এডিনসন কাভানি, মিডফিল্ডার স্কট ম্যাকটোমিনে ও ডনি ফন ডি বিক। আগামী সপ্তাহেই তাদের দলে পাওয়া যাবে বলে সুলশার জানিয়েছেন।