spot_img

সালমান শাহের মৃত্যু: শুনানি পিছিয়ে ২০ এপ্রিল

অবশ্যই পরুন

চিত্রনায়ক সালমান শাহের অপমৃত্যুর মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের ওপর শুনানির তারিখ পিছিয়ে আগামী ২০ এপ্রিল ধার্য করেছে আদালত।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান শরীফ শুনানির পরবর্তী দিন ধার্য করেন।

সালমান শাহের মা নীলা চৌধুরী (মামলার বাদী) লন্ডনে থাকায় প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দাখিলে তার পক্ষে আইনজীবী এই সময় আবেদন করেন।

গণমাধ্যমকে নীলা চৌধুরীর আইনজীবী ফারুক আহাম্মদ বলেন, সালমান শাহর মৃত্যুর ঘটনায় আমাদের কাছে যেসব সাক্ষ্যপ্রমাণ ছিল সব আদালতের মাধ্যমে আমরা পিবিআইকে সরবরাহ করেছি। এরপরও তদন্তে সেসব সাক্ষ্যপ্রমাণের প্রতিফলন ঘটেনি। সালমানের মায়ের সঙ্গে কথা হয়েছে, আমরা এই প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন দেবো।

২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি মামলাটিতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম।

এর আগে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহকে ঢাকার নিজ বাসায় তার শয়নকক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তাকে প্রথমে হলি ফ্যামিলি ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সর্বশেষ সংবাদ

আবারও এমবাপ্পেকে বাদ দিয়ে দল ঘোষণা করেছে ফ্রান্স

রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার পর থেকেই ফর্মহীনতায় ভুগছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। গত মাসে ইনজুরির কারণে জাতীয় দলের স্কোয়াডে...

এই বিভাগের অন্যান্য সংবাদ