spot_img

সহজে কোনো কিছু পাওয়া যায় না: তাসকিন

অবশ্যই পরুন

আলো ছড়িয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। এরপর বেশ কিছুদিন দুর্দান্ত পারফর্ম করেছিলেন তাসকিন আহমেদ। তাকে ভাবা হচ্ছিলো বাংলাদেশ ক্রিকেটের পেস বিভাগের ভবিষ্যৎ হিসেবে। কিন্তু মাঝপথেই যেন খেই হারিয়েছেন তিনি।

ইনজুরি ও ফর্মের সঙ্গে লড়াই করে ছিঁটকে গিয়েছিলেন জাতীয় দল থেকে। তবে সর্বশেষ ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দলে ছিলেন তিনি। তবে থাকা হয়নি একাদশে। আসন্ন নিউজিল্যান্ড সফরের দলে আছেন এই তারকা পেসার।

দলের সঙ্গে আগামীকাল (মঙ্গলবার) নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ দল। সঙ্গে যাবেন তাসকিনও। তার আগে কিউই সফরে ভালো করার বিষয়ে জানিয়েছেন সহজে কোনো কিছুই পাওয়া সম্ভব না।

তিনি বলেন, ‘ওইখানে ভালো করতে হলে আসলে সহজে কোনো কিছু পাওয়া সম্ভব না বোলার, ব্যাটসম্যান দুজনের জন্যই। কারণ ওদের কন্ডিশনে সবসময় ওরাই ফেভারিট থাকে এবং কঠিন হয় প্রতিপক্ষ দলের জন্য। তবে আমাদের শতভাগ তো দিতেই হবে সঙ্গে প্রো একটিভ থাকতে হবে।’

নিজের ইনজুরি প্রসঙ্গে তাসকিন বলেন, ‘না আসলে ঠিক আছে। ইনজুরিটা তো দুর্ঘটনাবশত, ওইটা তো আমার হাতে নাই। আমার হাতে যেটা আছে সবসময় ভালো প্রক্রিয়া মেনে চলা, নিজের সঙ্গে নিজের সৎ থাকা। যেটা আমার নিয়ন্ত্রণ আছে। এই জিনিসগুলোই ভালো মতো নিয়ন্ত্রণ করতে চাই।’

সর্বশেষ সংবাদ

অধিনায়কের সঙ্গে তর্কে জড়িয়ে দুই ম্যাচ নিষিদ্ধ জোসেফ

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপের সঙ্গে ফিল্ডিং সাজানো নিয়ে মতের অমিল হওয়ায়...

এই বিভাগের অন্যান্য সংবাদ