spot_img

‘পঞ্চগড় থেকে ভারতের শিলিগুড়ি পর্যন্ত ট্রেন সার্ভিস চালু করা হবে’

অবশ্যই পরুন

বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, পঞ্চগড় থেকে ভারতের শিলিগুড়ি পর্যন্ত ট্রনে র্সাভসি চালু করা হবে। ভবষ্যিতে বাংলাবান্ধার সাথে ভারত নপোল, ভুটান ও বাংলাদশেরে মধ্যে রলে যোগাযোগ চালু হবে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ঠাকুরগাঁও রোড় রেল স্টেশন প্রঙ্গনে ঠাকুরগাঁও রোড় রেল স্টেশনের উঁচু ও বর্ধিত প্ল্যাটফরমের উদ্বোধন অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এ কথা বলেন তিনি।

বাংলাদেশ রেলওয়ের পশ্চিমের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক ডি এন মজুমদার, জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, জেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কুরাইশী, উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, পৌর চেয়ারম্যান আঞ্জুমান আরা বন্যাসহ বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।

রেলমন্ত্রী আরো বলেন, পর্যায়ক্রমে সকল রেলপথ ডবল লাইন তৈরি করা হবে। এক লইন দিয়ে ট্রেন য়াবে এবং অন্য লাইন দিয়ে ট্রেন আসবে।

সর্বশেষ সংবাদ

মহানবী (সা.) রওজা শরিফ জিয়ারতে সৌদি আরবের নতুন নির্দেশনা

এখন থেকে মহানবী মুহাম্মদ (সা.) এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে বলে জানিয়েছে সৌদি সরকার। দেশটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ