spot_img

প্রাণ থাকতে ধমকানিতে নত হব না : মমতা

অবশ্যই পরুন

‘একুশে খেলা একটাই হবে আর সেই খেলায় আমি হব গোলরক্ষক, কোনো ধমকানিতে নত হব না।’ পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে উত্তপ্ত পরিস্থিতিতে এমন মন্তব্যই করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এবারের বিধানসভা নির্বাচন নিয়ে রাজনীতির মাঠ চরম উত্তপ্ত পশ্চিমবঙ্গে। কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি ও রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের মধ্যে দ্বন্দ্ব চরমে উঠেছে। তৃণমূল নেতা ও মমতার ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে নোটিশ দিয়েছে সিবিআই। এ ঘটনায় চরম চটেছেন মমতা। খবর টাইমস অব ইন্ডিয়ার বাংলা সংবাদমাধ্যম এই সময়ের।

২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এক অনুষ্ঠানে মমতা বলেছিলেন, ধমকানি চমকানি জেল দেখিয়ে আমাদের ভয় দেখাবেন না। ওসব আমরা পেরিয়ে এসেছি। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমার দেহে যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ কোনো ধমকানির কাছে আমি নত হব না।

তিনি আরও বলেন, একুশে একটাই খেলা হবে, আমি হব গোলরক্ষক। হারতে আমরা শিখিনি, আমাদের হারানো যাবে না।

দেশপ্রিয় পার্কের অনুষ্ঠানে মমতা বলেন, যারা বাংলায় এসে সুড়সুড়ি দেয়, ব্যঙ্গ করে তারা বাংলার নামটা করল না। চার বছর ধরে ফেলে রেখেছে। চিরকাল দেখছি, বাংলার প্রতি বঞ্চনা করা হচ্ছে, কেউ বাংলায় বড় হয়ে গেলে দেখছি, টেনে নামানোর একটা চক্রান্ত হচ্ছে।

মমতার দাবি, আমি তো শুনছি, দিল্লির অনেক নেতা কখনও কখনও বলছে, বাংলার মেরুদণ্ড কী করে ভেঙে দিতে হয় আমরা জানি। চেষ্টা করে দেখুন, আগেও তো করেছেন। আমরা তো বন্দুকের সঙ্গে লড়াই করে এসেছি। ভয় পাবো কেন? আমাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া অত সহজ নয়। এই মাটিই আমায় শিখিয়েছে কাউকে দেখে ভয় না পেতে। বাঘের মতো লড়াই করতে।

আসন্ন বিধানসভা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, একুশে চ্যালেঞ্জ হবে। এখানেই আমরা চ্যালেঞ্জ গ্রহণ করি এবং ২১শেই চ্যালেঞ্জ হোক। দেখি, কার জোর কতটা। ২১শে একটা খেলা হবে, কারা হারে, কারা যেতে দেখব। আর তাতে যদি আমায় জেলেও পাঠিয়ে দেয়, তবে জেল থেকেই ডাক দেব, জয়বাংলা। আমরা কারো পরোয়া করি না। এরপর থেকে হ্যালো বলবেন না, ফোন আসলে ধরে বলবেন, জয়বাংলা।

সর্বশেষ সংবাদ

মহানবী (সা.) রওজা শরিফ জিয়ারতে সৌদি আরবের নতুন নির্দেশনা

এখন থেকে মহানবী মুহাম্মদ (সা.) এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে বলে জানিয়েছে সৌদি সরকার। দেশটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ