spot_img

যুক্তরাষ্ট্রে বোয়িং-৭৭৭ বিমান চলাচল স্থগিত

অবশ্যই পরুন

যান্ত্রিক ত্রুটির কারণে বিস্ফোরণের পর ইঞ্জিনে আগুন লাগার ঘটনায় বোয়িং-৭৭৭ মডেলের উড়োজাহাজ চলাচল স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের ইউনাইটেড এয়ারলাইনস। যুক্তরাষ্ট্রের এই মডেলের ২৪টি উড়োজাহাজ রয়েছে।

শনিবার কলোরাডোর ডেনভার আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বোয়িং ৭৭৭ মডেলের একটি বিমান উড্ডয়নের পরপরই ইঞ্জিনে আগুন ধরে যায়। পরে জরুরি অবতরণ করা হয় বিমানটি। এসময় নিচে খসে পড়ে ইঞ্জিনের ধ্বংসাবশেষ। অল্পের জন্য রক্ষা পায় কয়েকটি বাড়ি। উড়োজাহাজটিতে ২৩১ জন যাত্রী ও ১০ জন ক্রু’র কেউ হতাহত হননি।

যান্ত্রিক ত্রুটিতে বিস্ফোরণের পর ইঞ্জিনে আগুন লাগার ঘটনায় বোয়িং-৭৭৭ সিরিজের উড়োজাহাজ চলাচল স্থগিত করেছে ইউনাইটেড এয়ারলাইনস। যুক্তরাষ্ট্রের এই মডেলের ২৪টি উড়োজাহাজ রয়েছে। বিমানের যাবতীয় যন্ত্রাদি পরীক্ষা করা হবে বলে জানায় সংস্থাটি।

জাপানও ইতোমধ্যে এই মডেলের বিমানের সব ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়েছে। সব মিলিয়ে পৃথিবীজুড়ে বোয়িংয়ের ৬৯টি উড়োজাহাজে এই ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

মহানবী (সা.) রওজা শরিফ জিয়ারতে সৌদি আরবের নতুন নির্দেশনা

এখন থেকে মহানবী মুহাম্মদ (সা.) এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে বলে জানিয়েছে সৌদি সরকার। দেশটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ