পুরনো চোটে ভুগছেন বেশ কিছুদিন ধরেই। তারপরও থেমে যাননি। বরং দুর্দান্ত গতিতে নিজেকে এগিয়ে নিয়েছেন। তারই ফল নোভাক জোকোভিচ পেলেন রোববার। এদিন এ সার্বিয়ান টেনিস তারকা দানিল মেদভেদেভকে হারিয়ে ফের জিতে নিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা।
মেলবোর্নের রড লেভার অ্যারেনায় অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে রোববার মেদভেদেভকে ৭-৫, ৬-২, ৬-২ গেমে হারিয়েছেন জোকোভিচ। সব মিলিয়ে এ টুর্নামেন্টে এ সার্বিয়ান জিতে নিলেন রেকর্ড বাড়িয়ে নবম ও সব মিলিয়ে ১৮তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। ছেলেদের এককে তার চেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন কেবল রজার ফেদেরার ও রাফায়েল নাদাল, ২০টি করে।
রোববার প্রথম সেটে কিছুটা অস্বস্তিতে ছিলেন জোকোভিচ। কিন্তু পরের দুই সেটে নিজের সেরা ছন্দে ফেরেন তিনি। আর তাতেই রীতিমতো উড়ে গেলেন মেদভেদেভ।
অস্ট্রেলিয়ান ওপেনে এবার নিয়ে নয়বার ফাইনাল খেললেন জোকোভিচ। আশ্চর্য্যের ব্যাপার একবারও হারেননি তিনি। অন্যদিকে এবার নিয়ে এ টুর্নামেন্টে প্রথমবার ফাইনালে উঠলেও হতাশ নিয়েই ফিরতে হয়েছে মেদভেদেভকে।