আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ যত এগিয়ে আসছে, ততই পাকিস্তানের শঙ্কা বেড়ে চলেছে। বিশ্বকাপকে কেন্দ্র করেই ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দূরত্ব আবারও বাড়তে শুরু করেছে।
পিসিবি চেয়ারম্যান এহসান মানি জানিয়ে দিয়েছেন, ভিসা পাওয়ার ব্যাপারে ভারতের থেকে লিখিত প্রতিশ্রুতি না পেলে তারা টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত থেকে সরিয়ে নেওয়ার দাবি জানাবেন। আগামী অক্টোবর-নভেম্বরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা ভারতে।
করাচিতে এক সংবাদ সম্মেলনে ভারতকে এক প্রকার হুমকি দিয়েই রাখলেন এহসান মানি। তিনি বলেন, ‘ক্রিকেটে তিন মোড়ল (ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড) বলে একটা কথা আছে। এটা এবার বদলানো দরকার।’
শুধু ক্রিকেটারদের জন্যই নয়, অন্য আরো অনেকের জন্য ভিসা চান এহসান মানি। তিনি বলেন, ‘আমরা শুধু পাকিস্তান ক্রিকেট দলের জন্য ভিসা চাইছি, তা নয়। আমরা চাই আমাদের সমর্থক, ক্রিকেট কর্মকর্তা, সাংবাদিক- সবার জন্য ভিসা দেওয়া হোক। আমরা আইসিসিকে এরইমধ্যে জানিয়েছি, মার্চের মধ্যে ভারতকে ভিসা দেওয়ার ব্যাপারে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে। তা না হলে আমরা সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নিয়ে যাওয়ার জন্য চাপ দেব।’
শুধু ভিসা নয়, পাকিস্তান থেকে যারা আসবেন, তাদের প্রত্যেকের জন্য কী নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে, সেটাও সৌরভ গাঙ্গুলির ভারতীয় বোর্ডের থেকে লিখিত জানতে চেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। মানির বক্তব্য, দুই দেশের এখন যা সম্পর্ক, তাতে নিরাপত্তার ব্যাপারে নিশ্চয়তা প্রয়োজন।