spot_img

করোনার কাছে মাকে হারালেন রোনালদিনহো

অবশ্যই পরুন

করোনাভাইরাস জীবনাবসান ঘটিয়েছে অনেকের। প্রতিনিয়তই প্রিয়জন হারাচ্ছেন অনেকে। সাবেক বার্সেলোনা তারকা রোনালদিনহো যেমন হারালেন তার মাকে। দীর্ঘ দেড় মাস আইসিইউতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থেকে শনিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রোনালদিনহোর মা ডনা মিগুয়েলিনা।

স্থানীয় সংবাদ মাধ্যম রেডিও ইতালিয়ানার বরাত ধরে আরেক ব্রাজিলীয় পত্রিকা গ্লোবো এ বিষয়ে জানায়। গেল ডিসেম্বরে ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় ভক্ত-সমর্থকদের কাছে মায়ের জন্য প্রার্থনা চেয়েছিলেন রোনালদিনহো। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তখন ব্রাজিলের পোর্তো অ্যালেগ্রের হসপিটাল মায়ে দে দিউসের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি ছিলেন মিগুয়েলিনা। 

ব্রাজিল কিংবদন্তি লিখেছিলেন, ‘প্রিয় বন্ধুরা, আমার মা করোনায় আক্রান্ত হয়েছেন। আর আমরা তার দ্রুত আরোগ্য লাভের জন্য লড়ে যাচ্ছি। তিনি এখন নিবিড় পরিচর্যা কেন্দ্রে হাসপাতালের পরিচর্যা নিচ্ছেন। আপনাদের প্রার্থনা, ইতিবাচক শক্তি ও স্নেহের জন্য আগাম ধন্যবাদ জানিয়ে রাখছি।’

নিজেদের সাবেক খেলোয়াড়ের মাতৃবিয়োগের পর তার অন্যতম সাবেক ক্লাব অ্যাটলেটিকো মিনেইরো এক আনুষ্ঠানিক বিবৃতিতে সমবেদনা প্রকাশ করে।

শেষ এক বছরে শিরোনামে এসেছেন বটে, কিন্তু সময়টা মোটেও ভালো কাটেনি ব্রাজিল তারকার। নকল পাসপোর্ট নিয়ে প্যারাগুয়েতে প্রবেশের জন্য জেলে যেতে হয়েছিল তাকে। এরপর ব্রাজিল প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে সমর্থন দিয়ে সমর্থকদের তোপের মুখেও পড়েছিলেন তিনি।

সর্বশেষ সংবাদ

মহানবী (সা.) রওজা শরিফ জিয়ারতে সৌদি আরবের নতুন নির্দেশনা

এখন থেকে মহানবী মুহাম্মদ (সা.) এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে বলে জানিয়েছে সৌদি সরকার। দেশটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ